SSC CGL 2024: সিজিএল পরীক্ষার মাধ্যমে নিয়োগের শূন্যপদ বাড়াল স্টাফ সিলেকশন কমিশন, কত নিয়োগ হবে এবার?
Jobs And Recruitments: এর আগে কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য গ্রুপ বি এবং গ্রুপ সি- তে ১৭,৭২৭ শূন্যপদ ঘোষণা করা হয়েছিল। এই নিয়োগ সম্পন্ন হত সিজিএল পরীক্ষার মাধ্যমে।
Job News: স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) সিজিএল পরীক্ষার মাধ্যমে নিয়োগের শূন্যপদ বাড়িয়েছে। কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন (সিজিএল ২০২৪) - এই পরীক্ষার মাধ্যমে ১৮,১৭৪টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে নতুন করে জানা গিয়েছে। এর আগে কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য গ্রুপ বি এবং গ্রুপ সি- তে ১৭,৭২৭ শূন্যপদ ঘোষণা করা হয়েছিল। এই নিয়োগ সম্পন্ন হত সিজিএল পরীক্ষার মাধ্যমে। এবার শূন্যপদ বেড়েছে। কোন পদের জন্য কত শূন্যপদ রয়েছে তা দেখা যাবে ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে।
স্টাফ সিলেকশন কমিশন ইতিমধ্যেই সিজিএল ২০২৪ পরীক্ষার জন্য অপশন-কাম-প্রেফারেন্স ফর্ম রিলিজ করেছে। এসএসসি সিজিএল টায়ার ১- এর রেজাল্ট বেরিয়েছে ৫ডিসেম্বর, ২০২৪- এ। এখান থেকে শর্টলিস্ট করা ক্যান্ডিডেটরা টায়ার ২- এর পরীক্ষায় বসতে পেরেছেন। এই পরীক্ষা হয়েছে ১৮, ২০ এবং ৩১ জানুয়ারি,২০২৫ সালে। যাঁরা টায়ার ২- এর পরীক্ষায় বসেছেন তাঁদের ফাইনাল রেজাল্ট বেরনোর আগে পরীক্ষার্থীদের এই অপশন-কাম-প্রেফারেন্স ফর্ম জমা দিতে হবে পোস্ট এবং ডিপার্টমেন্ট অনুসারে। মানে প্রার্থীরা কোন পোস্ট এবং ডিপার্টমেন্টের যুক্ত হতে চান সেটার অপশন-কাম-প্রেফারেন্স ফর্ম জমা দিতে হবে। ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে উইন্ডো। এসএসসি- র অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে এই উইন্ডোতে যেতে পারবেন প্রার্থীরা।
স্টাফ সিলেকশন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রার্থীরা শেষ যে Option-cum-Preference(s) সাবমিট করবেন, অর্থাৎ জমা দেবেন সেটাকেই ফাইনাল বা চূড়ান্ত ধরা হবে। Option-cum-Preference(s) ফর্মে নিজেদের প্রেফারেন্স নির্দিষ্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করে জমা দিতে হবে ফর্ম। যে নির্দিষ্ট সময় এসএসসি কর্তৃপক্ষ ধার্য করেছে তার মধ্যেই রিভাইজ করতে হবে Option-cum-Preference(s) ফর্ম। সেই সময়ের মধ্যে না করলে, আর করা যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি প্রার্থীরা Option-cum-Preference(s) ফর্ম জমা না দেন, তাহলে তাঁর নাম ফাইনাল মেরিট লিস্টে থাকবে না। বিশেষভাবে সক্ষম প্রার্থীরা যেন তাঁদের প্রেফারেন্স নিজেদের সুবিধা অনুসারে ঠিক করে নেন। নিজেদের শারীরিক অসুবিধা যাতে চাকরির ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্য ভেবেচিন্তে প্রেফারেন্স সাবমিট করতে হবে।
স্টাফ সিলেকশন কমিশন চাকরি প্রার্থীদের উদ্দেশে জানিয়েছে, এসএসসি- র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এক্সাম নোটিফিকেশন দেখতে হবে। প্রেফারেন্স ফর্ম জমা দেওয়ার আগে বিভিন্ন পদের জন্য প্রয়োজনীয় বিষয়গুলি দেখে নেওয়ার কথা বলা হয়েছে প্রার্থীদের। যেসব প্রার্থীরা এই Option-cum-Preference(s) ফর্ম জমা দেবেন না, ফাইনাল রেজাল্টের জন্য তাঁদের নাম ধার্য করা হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















