BSF Recruitment: 'কনস্টেবল জেনারেল ডিউটি' পদে চাকরির সুযোগ বিএসএফ- এ, শূন্যপদ কত? রয়েছে বিশেষ শর্ত
Jobs News: বিএসএফ- এর অফিশিয়াল নোটিফিকেশন অনুসারে, প্রাথমিক ভাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। পরবর্তীতে সম্ভবত স্থায়ী করা হবে। স্পোর্টস কোটায় এই চাকরি পাওয়া যাবে।

BSF Recruitment: বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স গ্রুপ সি- তে কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে নিয়োগ করতে চলেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আর তা চলবে ৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিএসএফ- এর অফিশিয়াল ওয়েবসাইট rectt.bsf.gov.in - এর মাধ্যমে আবেদন করা যাবে। ১৬ অক্টোবর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। মহিলা এবং পুরুষ, উভয়েই আবেদন জানাতে পারবে। ভারতীয় নাগরিক হতে হবে আবেদনকারীদের।
বিএসএফ- এর অফিশিয়াল নোটিফিকেশন অনুসারে, প্রাথমিক ভাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। পরবর্তীতে সম্ভবত স্থায়ী করা হবে। স্পোর্টস কোটায় এই চাকরি পাওয়া যাবে। মেডেল জয়ী, কোনও খেলায় পদ অধিকারী অথবা খেলায় অংশগ্রহণকারীরা এই চাকরি পেতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রয়েছে বিএসএফ বা দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স। মোট ৩৯১টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিএসএফ- এর তরফে। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের খেলায় সাফল্য পাওয়া প্রার্থীরাই স্পোর্টস কোটার আওতাধীন বিএসএফ- এর এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
গ্রুপ সি- র আওতায় এই চাকরি রয়েছে নন গ্যাজেটেড, নন মিনিস্ট্রিয়াল ক্যাটেগরিতে। প্রথমে অস্থায়ী ভাবে নিযুক্ত করা হলেও পরে স্থায়ী করা হবে বলে শোনা গিয়েছে। নির্বাচিত হওয়া প্রার্থীদের পোস্টিং ভারত কিংবা ভারতের বাইরেও হতে পারে BSF Act, 1968 এবং BSF Rules, 1969 অনুসারে।
কারা আবেদন করতে পারবেন, দেখে নিন
- আবেদনকারীদের ম্যাট্রিক পরীক্ষা বা সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ দশম শ্রেণি পাশ করতে হবে। একটি স্বীকৃত বোর্ড থেকে এই পরীক্ষা দিতে হবে।
- আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। Recruitment Rules, BSF- অনুসারে কোনও প্রকার ছাড় থাকবে না বয়সের ঊর্ধ্বসীমায়।
অ্যাপ্লিকেশন ফি কত টাকা ধার্য হয়েছে
জেনারেল এবং ওবিসি ক্যাটেগরিতে থাকা আবেদনকারীদের ১৫৯ টাকা দিতে হবে। মহিলা আবেদনকারী, তফশিলি জাতি, তফশিলি উপজাতির আবেদনকারীদের কোনও আবেদন ফি দিতে হবে না। অনলাইনে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অন্য কোনও ভাবে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে না।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















