Job News: এনটিপিসি- তে চাকরির সুযোগ, কোন কোন পদে হতে চলেছে নিয়োগ? কারা আবেদন করতে পারবেন?
NTPC Limited Recruitment: এনটিপিসি- তে চাকরির জন্য আবেদন করার শেষদিন ১২ মার্চ, ২০২৫।
Job News: নিয়োগ হতে চলেছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC Limited Recruitment) অর্থাৎ এনটিপিসি লিমিটেডে। শুধুমাত্র অনলাইনেই করা যাবে আবেদন। অভিজ্ঞতা সম্পন্নরাই চাকরি পাবেন। বিভিন্ন স্তরে কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করেছেন এমন অভিজ্ঞতা সম্পন্ন এক্সিকিউটিভরাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। careers.ntpc.co.in - এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করার শেষদিন ১২ মার্চ, ২০২৫।
কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন বিস্তারিত
১। ডিজিএম (ই৭ লেভেল) - ১টি শূন্যপদ
২। ম্যানেজার (ই৫ লেভেল) - ২টি শূন্যপদ
৩। ডেপুটি ম্যানেজার (ই৪ লেভেল) - ১টি শূন্যপদ
৪। অ্যাসিসট্যান্ট ম্যানেজার (ই৩ লেভেল) - ২টি শূন্যপদ
৫। এক্সিকিউটিভ অন ফিক্সড টার্ম বেসিস - ৩টি শূন্যপদ
আবেদনকারীদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে
- শুধুমাত্র ভারতীয়রাই আবেদন করতে পারবেন।
- আবেদনকারীদের যাবতীয় শিক্ষাগত যোগ্যতা ভারতীয় বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে পেতে হবে।
- বয়সের ঊর্ধ্বসীমায় তফশিলি জাতি এবং তফশিলি উপজাতির আবেদনকারীদের ক্ষেত্রে ৫ বছরের ছাড় থাকছে। আর ওবিসি এবং এনসিএল আবেদনকারীদের জন্য ৩ বছরের ছাড় থাকছে। এছাড়াও বিশেষ ভাবে সক্ষমদের জন্য ১০ বছরের ছাড় থাকছে। অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে।
- যেসব আবেদনকারীরা সংরক্ষিত শূন্যপদের জন্য আবেদন করবেন, তাঁদের কাছে অতি অবশ্যই SC/ST/OBC-NCL/Disability/ EWS সার্টিফিকেট থাকতে হবে এবং তা দিতে হবে যোগ্য কোনও কর্তৃপক্ষকে।
- আবেদন জমা দেওয়ার শেষ দিনের মধ্যে আবেদনকারীদের জমা দিতে হবে নিজেদের বয়স, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত যাবতীয় তথ্য।
- একাধিক পর্যায়ে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের বেছে নেওয়া হবে। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, প্রাপ্ত নম্বরের শতাংশ, চাকরি জীবনের অভিজ্ঞতা- এইসবের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে। এছাড়াও লিখিত পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক পরীক্ষার, ব্যক্তিগত ইন্টারভিউ এইসব পর্যায়ের মাধ্যমে নির্বাচন করা হবে যোগ্যদের।
কীভাবে আবেদন করবেন জেনে নিন
careers.ntpc.co.in অথবা www.ntpc.co.in- এই দুই ওয়েবসাইটের যেকোনও একটিতে ঢুকে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আবেদনকারীদের বৈধ ইমেল আইডি থাকতে হবে। General/EWS/OBC ক্যাটেগরির আবেদনকারীদের নন-রিফান্ডেবল ৩০০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। অন্যদিকে SC/ST/PwBD/XSM ক্যাটেগরির এবং মহিলা আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
