Minority Scholarship: সংখ্যালঘুদের জন্য বৃত্তিতে বরাদ্দ ব্যাপক হারে কমাল কেন্দ্র, কোন কোন যোজনায় পড়বে প্রভাব ?
Scholarship Scheme: নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য এই বৃত্তির খাতে সরকার বরাদ্দ করেছিল ১৯৮.৭০ কোটি টাকা, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বরাদ্দ করা হয়েছে ৪১৩ কোটি টাকা।

Scholarship Scheme: ভারতের কেন্দ্র সরকারের অধীনে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বেশ কিছু আর্থিক সহায়তার স্কিম চালু করা হয়েছে যার মাধ্যমে দুঃস্থ সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ধর্মাবলম্বীরা এই বৃত্তির সুবিধে পেয়ে থাকে। শিক্ষাক্ষেত্রে এই সম্প্রদায়ের (Minority Scholarship) ছেলে-মেয়েদের এগিয়ে দিতে সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। দেশের মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স এই বৃত্তি পরিচালনা করে থাকে, কিন্তু সরকার এখন এই বৃত্তির জন্য কেন্দ্রীয় বরাদ্দ কমিয়ে দিয়েছে ব্যাপকহারে। অলিখিতভাবেই মনে করা হচ্ছে এই স্কিম এবার বন্ধ হয়ে যাবে। এবারের বাজেটে ব্যাপক হারে বরাদ্দ কমাতে দেখা গিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে।
অলিখিতভাবেই এই আর্থিক সহায়তা বন্ধ করে দেবে সরকার
এই সংখ্যালঘু সম্প্রদায়ের বৃত্তির জন্য যথোপযুক্ত বরাদ্দ উল্লেখ করা হয়নি এবারের বাজেটে। বাজেট অধিবেশন চলাকালীন সারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য মাত্র ৬৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য। যদিও কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বৃত্তির জন্য বিগত ২ বছরে কোনো আবেদন জমা পড়েনি। এই বৃত্তির ক্ষেত্রে কিছু অনিয়মের অভিযোগ আসায় ২০২২-২৩ অর্থবর্ষের সরকার বিস্তারিত তদন্ত চালায়। এরপরেই ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবর্ষে এই স্কিমে কোনো আবেদন জমা নেওয়া হয়নি। বিগত ২ বছর ধরেই এই খাতে বরাদ্দ কমিয়ে আসছে কেন্দ্র।
নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য এই বৃত্তির খাতে সরকার বরাদ্দ করেছিল ১৯৮.৭০ কোটি টাকা, দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বরাদ্দ করা হয়েছে ৪১৩ কোটি টাকা এবং প্রযুক্তিগত কোর্সের জন্য বৃত্তিতে বরাদ্দ করা হয়েছে ৭.৩৪ কোটি টাকা। সংখ্যালঘু মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাজেটে যা বরাদ্দ করা হয়েছে তাতে ২০২২-২৩ অর্থবর্ষের বকেয়া বৃত্তির টাকাই দেওয়া হবে, এই বছরের কোনো টাকা দেওয়ার আয়োজন করেনি সরকার।
৪৪৩ কোটি বরাদ্দ হয়েছিল শুধু উত্তরপ্রদেশের জন্য
একটা সময় কেন্দ্র সরকার শুধুমাত্র উত্তরপ্রদেশ রাজ্যের জন্যই ১০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করেছিল। ২০২১-২২ অর্থবর্ষে শুধু উত্তরপ্রদেশকেই ৪৪২ কোটি টাকা দেওয়া হয়েছিল। ভোকেশনাল এবং টেকনিক্যাল স্ট্রিমের পড়ুয়াদের জন্য বৃত্তি হিসেবে কেন্দ্র সরকার বরাদ্দ করেছিল ৩০ কোটি টাকা, কিন্তু এই বছরে তা এসে দাঁড়িয়েছে ৭ কোটি টাকায়।
আরও পড়ুন: Trade War: মারের পাল্টা মার! মুখোমুখি আমেরিকা-চিন, ট্রাম্প মসনদে ফিরতেই নেমে এল বাণিজ্যযুদ্ধের ছায়া
Education Loan Information:
Calculate Education Loan EMI






















