Job News: সরকারি চাকরি খুঁজছেন ? ন্যাশনাল বুক ট্রাস্ট দিচ্ছে সুযোগ, এই পদগুলির জন্য আবেদন শুরু
National Book Trust Jobs: এই সমস্ত পদগুলির জন্য আবেদন করতে হলে প্রার্থীকে নির্দিষ্ট ঠিকানায় চিঠি পাঠাতে হবে আবেদনপত্র ও সংশ্লিষ্ট নথি সহ। আবেদনের ফর্ম্যাট দেওয়া রয়েছে nbtindia.gov.in ওয়েবসাইটে।

National Book Trust Jobs: ভারতে বই প্রকাশ এবং বইয়ের প্রচার সংক্রান্ত কাজ করে থাকে ন্যাশনাল বুক ট্রাস্ট। বছরের বিভিন্ন সময় এই সংস্থা নানা পদে কর্মী নিয়োগ করে থাকে। তবে এবারেও ন্যাশনাল বুক ট্রাস্টের পক্ষ থেকে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের (Job News) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ম্যানপাওয়ার এজেন্সির মাধ্যমে এই নিয়োগ করা হচ্ছে। সর্বোচ্চ তিন মাসের চুক্তির মেয়াদ থাকবে এই সংস্থার চাকরিতে। তবে ন্যাশনাল বুক ট্রাস্টের (National Book Trust) প্রয়োজন হলে এই মেয়াদ আরও বাড়তে পারে।
কোন কোন পদে হবে এই নিয়োগ
১) স্কুল আউটরিচ কো-অর্ডিনেটর- এই পদে নেওয়া হবে মাত্র দুজন কর্মী। মাস কমিউনিকেশন বা অন্য কোনও স্ট্রিমে স্নাতক হতে হবে প্রার্থীদের। স্কুল আউটরিচ বা কমিউনিটি এনগেজমেন্টের কাজে ১-৩ বছরের অভিজ্ঞতা জরুরি। সর্বোচ্চ ৪০ বছর বয়সীরা এই পদে আবেদন করতে পারেন। বেতন মিলবে মাসিক ৩৫ হাজার থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত। এই পদের জন্য ভারতের যে কোনও জায়গায় পোস্টিং হতে পারে।
২) ইভেন্ট কো-অর্ডিনেটর (প্রজেক্টস) - মাস কমিউনিকেশন বা অন্য কোনও স্ট্রিমে স্নাতক হতে হবে প্রার্থীদের। এই পদেও নেওয়া হবে মাত্র দুজন কর্মীকে। বেতন কাঠামো একইরকম। ফিল্ড কো-অর্ডিনেশন, লজিস্টিকস, পাবলিক এনগেজমেন্ট, ইভেন্ট এক্সিকিউশনে অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর।
৩) গ্রাফিক ডিজাইনার – গ্রাফিক ডিজাইন বা ভিজ্যুয়াল আর্টস বা মাল্টিমিডিয়াতে স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে আগ্রহী প্রার্থীদের। এই ক্ষেত্রে কাজের জন্য ন্যূনতম ১-৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। বয়স ও বেতনের কাঠামো একই রয়েছে।
৪) ইলাস্ট্রেটর (প্রজেক্টস) – গ্রাফিক ডিজাইনার পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রেও জরুরি। বেতন ও বয়সসীমা একই রাখা হয়েছে।
এই সমস্ত পদগুলির জন্য আবেদন করতে হলে প্রার্থীকে নির্দিষ্ট ঠিকানায় চিঠি পাঠাতে হবে আবেদনপত্র ও সংশ্লিষ্ট নথি সহ। আবেদনের ফর্ম্যাট দেওয়া রয়েছে nbtindia.gov.in ওয়েবসাইটে। আবেদনের জন্য শেষ দিন নির্ধারিত হয়েছে ১০ জুন পর্যন্ত।
আবেদনের সঙ্গে সমস্ত নথির স্ব-প্রত্যয়িত কপি যুক্ত করে পাঠাতে হবে এবং ইন্টারভিউর সময় সেটির অরিজিনাল কপি আনতে হবে সঙ্গে করে। ইন্টারভিউতে আসার জন্য প্রার্থীকে কোনও টিএ বা ডিএ দেওয়া হবে না।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















