![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
NCF 2022 launch: শিশুদের পাশাপাশি শিক্ষকদেরও শিক্ষার নিদান, পাঠ্যক্রম পরিকাঠামো প্রকাশ কেন্দ্রের
National Curriculum Framework: জাতীয় পাঠক্রম পরিকাঠামো (National Curriculum Framework) প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেখানেই তা উল্লেখ করা হয়েছে।
![NCF 2022 launch: শিশুদের পাশাপাশি শিক্ষকদেরও শিক্ষার নিদান, পাঠ্যক্রম পরিকাঠামো প্রকাশ কেন্দ্রের National Curriculum Framework NCF 2022 launched by Education Minister Dharmendra Pradhan Know details NCF 2022 launch: শিশুদের পাশাপাশি শিক্ষকদেরও শিক্ষার নিদান, পাঠ্যক্রম পরিকাঠামো প্রকাশ কেন্দ্রের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/20/264bf82696a0e0866b1ca49b25c07694166627972141951_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: শিশুদের পাশাপাশি শিক্ষকদেরও শিক্ষার নিদান দিল কেন্দ্রীয় সরকার। জাতীয় পাঠ্যক্রম পরিকাঠামো (National Curriculum Framework) প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেখানেই তা উল্লেখ করা হয়েছে। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির নিয়ম মেনে এই পাঠ্যক্রম তৈরি করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এই জাতীয় পাঠ্যক্রম প্রকাশ করা হয়েছে। এদিন একইসঙ্গে কেন্দ্রীয় বিদ্যালয়ের বালবাটিকাও উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
জাতীয় পাঠ্যক্রম পরিকাঠামো প্রকাশ: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর প্রকাশ করা পাঠ্যক্রমের কাঠামোকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যার মধ্যে চারটি ভাগকে তুলে ধরা হয়েছে। স্কুল শিক্ষার পাশাপাশি জোর দেওয়া হয়েছে, প্রাক প্রাথমিক শিক্ষা, শিক্ষকদের শিক্ষা এবং প্রাপ্তবয়স্ক শিক্ষার উপর। এদিন কেন্দ্রীয় বিদ্যালয়ের বালবাটিকা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। যার মূল কাজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মতোই। শিশুর সার্বিক বিকাশের লক্ষ্যেই এই উদ্যোগ কেন্দ্রের। প্রাথমিক পর্যায়ে এই জাতীয় পাঠ্যক্রম ৮ বছর বয়স পর্যন্ত পড়ুয়াদের জন্য তৈরি করা হয়েছে। প্রাথমিক পর্যায়ের পর শুরু হবে প্রস্তুতি পর্ব। জাতীয় পাঠ্যক্রম পরিকাঠামোর মূল লক্ষ্য় শিশুদের যত্ন এবং শিক্ষা।
ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (National Council for Educational Research and Training) জাতীয় পাঠ্যক্রম পরিকাঠামো ২০২২ নিয়ে জাতীয় স্তরে একটি সমীক্ষা চালা। যে সমীক্ষায় অংশ নিয়েছিল প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রীয় সরকার জানাচ্ছে, রাজ্য এবং জাতীয় স্তর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই জাতীয় পাঠ্যক্রম পরিকাঠামো প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় পাঠ্যক্রম চারটি ভাগে ভাগ করা হয়েছে। স্কুল শিক্ষার জন্য জাতীয় পাঠ্যক্রম (National Curriculum Framework for School Education), প্রাক প্রাথমিক পর্যায়ের জন্য জাতীয় পাঠ্যক্রম (National Curriculum Framework for Early Childhood Care and Education), শিক্ষকের জন্য জাতীয় পাঠ্যক্রম (National Curriculum Framework for Teacher Education), প্রাপ্ত বয়স্কদের জন্য জাতীয় পাঠ্যক্রম (National Curriculum Framework for Adult Education)।
আরও পড়ুন: Calcutta University: কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন আশিস চট্টোপাধ্যায়
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)