NIFT Recruitment: কলকাতায় এই নামী প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, জেনে নিন কারা করতে পারবেন আবেদন
NIFT Recruitment: সব মিলিয়ে ৮টি পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন, নার্স ,স্টেনোগ্রাফার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে হবে এই নিয়োগ।
Jobs In Kolkata: কলকাতায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে (NIFT Jobs) কাজের সুযোগ তৈরি হয়েছে। চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
NIFT Recruitment: সব মিলিয়ে ৮টি পদে নিয়োগ করবে কর্তৃপক্ষ। অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন, নার্স ,স্টেনোগ্রাফার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে হবে এই নিয়োগ। গ্রুপ-সি পদে এই নিয়োগ করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (কলকাতা)। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।
ASSISTANT (FINANE & ACCOUNTS) – 01
ASSISTANT WARDEN (FOR GIRLS) – 01
STENOGRAPHER – 1
NURSE – 1
LAB ASSISTANT – 4
NIFT Recruitment: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট পদ অনুযায়ী ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। সেই ক্ষেত্রে বিজ্ঞপ্তি দেখে নিতে হবে চাকরিপ্রার্থীদের।
Jobs In NIFT Kolkata:বয়স সীমা
এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
NIFT Recruitment: আবেদনর ফি
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে আবেদনের ফি বাবদ 590 টাকা দিতে হবে(আবেদন ফি Rs.500/- + GST @ 18% = Rs.90/-) ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে। প্রয়োজনীয় ফি-র জন্য ডিমান্ড ড্রাফ্ট কলকাতায় “NIFT কলকাতা”-এর পক্ষে জমা দিতে হবে।
Jobs In NIFT Kolkata: কীভাবে আবেদন করবেন
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নিচের উল্লেখিত ঠিকানায় তাদের আবেদনপত্র পাঠাতে পারেন। শিক্ষাগত যোগ্যতা, জাত, বয়স, অভিজ্ঞতার শংসাপত্র ও নির্দেশ অনুসারে অন্য যেকোনও প্রাসঙ্গিক নথির শংসাপত্র আবেদনের সঙ্গে জুড়ে দিতে পারেন।
শেষ তারিখ ও ঠিকানা: এনক্লোজার সহ আবেদনটি নিম্নলিখিত ঠিকানায় পৌঁছাতে হবে — জয়েন্ট ডিরেক্টর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, NIFT ক্যাম্পাস, ব্লক-এলএ, প্লট-3B, সেক্টর-III, সল্টলেক সিটি, কলকাতা-700106। , 11/03/2022 বা তার আগে পৌঁছতে হবে এই আবেদনপত্র।
Official website of National Institute of Fashion Technology (NIFT) — https://nift.ac.in
Education Loan Information:
Calculate Education Loan EMI