NRHM Hooghly Recruitment: হুগলিতে আশাকর্মীদের জন্য বহু পদ খালি, মাধ্যমিক পাশ হলেই করতে পারবেন আবেদন
NRHM Hooghly Recruitment: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন করতে হবে। ন্যাশনাল রুরাল হেলথ মিশনের অধীনে এই নিয়োগ হবে।
District Health & Family Welfare Samiti Jobs : হুগলিতে একাধিক পদে আশা কর্মী নিয়োগের
বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন করতে হবে। ন্যাশনাল রুরাল হেলথ মিশনের অধীনে এই নিয়োগ হবে।
NRHM Hooghly Recruitment: আশা কর্মী নিয়োগ, সাব ডিভিশন
– শ্রীরামপুর সাব ডিভিশন
– আরামবাগ সাব ডিভিশন
– চন্দননগর সাব ডিভিশন
– সদর সাব ডিভিশন
ASHA Worker Recruitment: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর মাধ্যমিক পাশ বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
কারা পাবেন এই চাকরি: এই পদে আবদনের জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে। সেই ক্ষেত্রে বিবাহিত মহিলা বা ডিভোর্সি বা আইনিভাবে বিচ্ছেদ হয়েছে এমন মহিলারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানেই শেষ নয়। স্থানীয় মহিলারাই এই আশাকর্মী পদের জন্য আবেদন করতে পারবেন।
District Health & Family Welfare Samiti Jobs: আবেদনকারীদের বয়স সীমা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST-দের ক্ষেত্রে এই বয়স সীমা ২২-৪০ বছর করা হয়েছে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে।
ASHA Worker Recruitment : কীভাবে করবেন আবেদন ?
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের তাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসে আবেদনপত্র জমা দিতে হবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স ছাড়াও যা প্রামাণ্য নথি চাওয়া হয়েছে তা জমা দিতে হবে।
Official website of District Hoogly — https://hooghly.nic.in
Education Loan Information:
Calculate Education Loan EMI