UGC NET 2024: পরীক্ষার্থীদের অনুরোধের জের, বদলে গেল UGC NET-এর তারিখ
UGC NET 2024: একদিনে পড়েছিল সিভিল সার্ভিস পরীক্ষা ও ইউজিসি নেটের সময়। বিষয়টি জানতে পারার পর পরীক্ষার্থীদের তরফে ইজিসির কাছে পরীক্ষার দিন বদলানোর আবেদন করা হয়েছে। তার জেরে বদলালো পরীক্ষার দিন।
নয়াদিল্লি: অবশেষে বদলে গেল UGC NET 2024 পরীক্ষার সময়সূচী। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের (UGC) আয়োজিত ন্যাশনাল এলিজিবিট টেস্ট বা নেট (UGC Net)-এর দিনক্ষণ। এপ্রসঙ্গে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মামিডালা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, পরীক্ষার্থীদের অনুরোধ বিবেচনা করে জুন মাসের ১৬ তারিখের পরিবর্তে ১৮ তারিখ পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছেন। এই বিষয়ে খুব তাড়াতাড়ি জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিও)-এর তরফেও বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার এপ্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেল জগদেশ কুমার পোস্ট করেন, রবিবার ১৬ জুন এর পরিবর্তে ১৮ জুন মঙ্গলবার ইউজিসি নেটের দিনক্ষণ ঠিক করা হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান একথা জানান। এর আগে ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষার আয়োজন ১৬ জুন করার কথা ঘোষণা করা হয়েছিল। বিষয়টি জানতে পারার পরেই পরীক্ষার্থীদের মধ্যে শোরগোল পড়ে যায়। একই দিন পরীক্ষা হলে অনেক পরীক্ষার্থীর অসুবিধা হবে বলে উল্লেখ করা হয়। একই দিনে গুরুত্বপূর্ণ ওই দুটো পরীক্ষার দিন ঘোষণা নিয়ে চিন্তায় পড়ে গেছিলেন তাঁরা। তাই হবু পরীক্ষার্থীরা মঞ্জুরি কমিশনের কাছে ইজিসির পরীক্ষার দিন বদলানোর জন্য আবেদন করেছিলেন। সমস্ত দিক খতিয়ে দেখার পর ইজিসি নেটের দিন পাল্টানোর সিদ্ধান্ত নেয় বলে জানান জগদেশ কুমার।
তিনি লেখেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং ইজিসি সিদ্ধান্ত নিয়েছে ইজিসি-নেট পরীক্ষা ১৬ জুনের পরিবর্তে ১৮ জুন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতেই হয়েছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
The National Testing Agency and UGC have decided to shift the UGC-NET from 16 June (Sunday) to 18 June 2024 (Tuesday) because of feedback received from candidates. NTA will conduct UGC-NET in OMR mode across India on a single day. NTA will soon issue a formal notification. pic.twitter.com/UX5O74NQrI
— Mamidala Jagadesh Kumar (@mamidala90) April 29, 2024
প্রসঙ্গত উল্লেখ্য, ইজিসি-নেট পরীক্ষা শুধুমাত্র ওএমআর ভিত্তিক হয়ে থাকে। আর এই পরীক্ষার প্রশ্নপত্র আঞ্চলিক ভাষার পরিবর্তে হয় ইংরেজি ও হিন্দি ভাষায়। পাশাপাশি এই পরীক্ষা হয় দুটি পেপারে। যেখানে প্রশ্নগুলি হয় অবজেক্টিভ ধরনের এবং এতে মাল্টিপেল চয়েস প্রশ্ন থাকে। প্রতিটি পেপারের জন্য ৩ ঘণ্টা সময়সীমা থাকে। আর পরীক্ষার মাঝে কোনও বিরতি থাকে না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI