CUET PG 2024 Result: প্রকাশিত হল কমন ইউনিভার্সিটি এন্ট্রাস টেস্টের ফল, কোথায় দেখতে পাবেন রেজাল্ট?
CUET PG Result 2024: স্নাতকোত্তরের পঠনপাঠনে ভর্তির জন্য এই প্রবেশিকা পরীক্ষা দিতে হয়।
CUET PG 2024 Result: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) অর্থাৎ এনটিএ (NTA) আজ ১৩ এপ্রিল, ২০২৪ কমন ইউনিভার্সিটি এন্ট্রাস টেস্টের (Common University Entrance Test) ফলপ্রকাশ (Result) করেছে। এনটিএ গতকাল অর্থাৎ ১২ এপ্রিল CUET UG- এর চূড়ান্ত উত্তরপত্র (Final Ankswer Key) প্রকাশ করেছিল। যেসব প্রার্থীরা স্নাতকোত্তরের (PG Course) পঠনপাঠনের জন্য Common University Entrance Test- এ বসেছিলেন তাঁরা রেজাল্ট দেখতে পাবেন CUET PG- র অফিশিয়াল ওয়েবসাইট pgcuet.samarth.ac.in - এখানে। এই ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীদের নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে। এই দুই ক্রেডেন্সিয়াল থাকলে তবেই পরীক্ষার্থীরা রেজাল্ট অর্থাৎ CUET PG 2024 পরীক্ষার নিজেদের স্কোর বা প্রাপ্ত নম্বর দেখতে পারবেন।
CUET PG 2024- এর পরীক্ষা নেওয়া হয়েছিল ১১ থেকে ২৩ মার্চ এবং ২৭ ও ২৮ মার্চ, এই দিনগুলিতে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হয়েছিল ভারতের মোট ২৬২টি শহরে। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল মোট ৫৭২টি। মোট তিনটি শিফটে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রথম শিফট ছিল সকাল ৯টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত। দ্বিতীয় পর্ব ছিল দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ২টো ৩০ মিনিট পর্যন্ত। আর তৃতীয় শিফটের পরীক্ষা হয়েছিল বিকেল ৪টে ৩০ মিনিট থেকে সন্ধে ৬টা ১৫ মিনিট পর্যন্ত। পরীক্ষার প্রতিদিনই এই তিনটি শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল।
প্রতিটি প্রশ্নে ছিল ৪ নম্বর। সঠিক উত্তর দিলে পাওয়া যাবে এই ৪ নম্বর। কিন্তু উত্তর ভুল হলে ১ নম্বর বাদ যাবে অর্থাৎ নেগেটিভ মার্কিং হবে। সে প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, তার জন্য কোনও নম্বর পাওয়া যাবে না। কোনও প্রশ্ন ভুল থাকলে যদি পরীক্ষার্থীরা তার উত্তর দিয়ে থাকেন তখন তাঁকে পুরো নম্বর দেওয়া হবে। তবে এর জন্য ওই প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীকে। মূলত মাল্টিপল চয়েজ প্রশ্ন দেওয়া হয়েছে পরীক্ষায়। অর্থাৎ অনেকগুলি উত্তরের মধ্যে থেকে প্রশ্নের সঠিক উত্তর বেছে নিতে হবে পরীক্ষার্থীদের।
গত ৫ এপ্রিল প্রকাশিত হয়েছিল প্রবিশনাল অ্যানসার কি। এরপর ৭ এপ্রিল বন্ধ হয়েছিল অবজেকশন উইন্ডো। ফাইনাল অ্যানসার কি প্রকাশিত হয়েছিল ১২ এপিল। আর CUET PG 2024 পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছিল ১৩ এপ্রিল। ভারতের বাইরেও ২৪টি শহরে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। এবছর CUET PG 2024 পরীক্ষার জন্য জন্য রেজিস্টার করেছিলেন প্রায় ৪.৬ লক্ষ পড়ুয়া। গতবছর অর্থাৎ ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৪.৫ লক্ষ। অর্থাৎ চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির দেওয়া তথ্য অনুসারে গতবছরের মতোই এই বছরেও CUET PG 2024 পরীক্ষায় বসা পড়ুয়াদের মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI