NEET UG 2024: NEET UG ২০২৪-র Answer Key বেরোবে খুব শিগগির, কীভাবে হিসেব করবেন NTA স্কোর ?
NEET UG 2024 Calculate NTA Score:এনটিএ খুব শিগগিরই NEET UG 2024-এর প্রাথমিক উত্তর কী প্রকাশ করবে। শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে সাপোর্টিং ডকুমেন্টের সঙ্গে উত্তর কি চ্যালেঞ্জ করতে পারবেন।

NEET UG 2024: খুব শিগগিরই নিট ইউজি পরীক্ষার অ্যানসার কি প্রকাশ করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তাদের অফিসিয়াল ওয়েবসাইট এক্সাম ডট এনটিএ-তে এই অ্যানসার কি প্রকাশ করা হবে। তবে এই অ্যানসার কি আদতে প্রভিশিনাল অ্যানসার কি। অর্থাৎ অ্যানসার কি-কে চ্যালেঞ্জ জানানো সম্ভব। আর তার জন্য নির্দিষ্ট সাপোর্টিং ডকুমেন্টও জমা দিতে হবে। তবে গোটা কাজটিই করতে হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি নির্ধারিত করে দেওয়া সময়ের মধ্যে।
কীভাবে দেখা যাবে অ্যানসার কি ?
- এর জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবাসাইটে যেতে হবে।
- সেখানে গিয়ে নিজের লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- এর পর অ্যানসার কি ডাউনলোডের একটি অপশন পাওয়া যাবে।
- সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে হবে।
- এর পর সেই পিডিএফটি কম্পিউটারে সেভ করে নিতে হবে। দরকারে প্রিন্ট করে নিতে পারেন।
৫৭১ শহরের ৪৭৫০ সেন্টারে পরীক্ষা
চলতি বছর ৫ মে নিট ইউজি পরীক্ষা সংঘটিত হয়। দেশ ও বিদেশ মিলিয়ে ৫৭১ শহরের ৪৭৫০ সেন্টারে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। এর মধ্যে ১৪টি শহর বিদেশের শহর। যারা এই পরীক্ষায় বসেছেন, একমাত্র তারাই অ্যানসার কি চ্যালেঞ্জ করতে পারবেন। তাদের বাইরে আর কেউ এই সুযোগ পাবেন না। অ্যানসার কি চ্যালেঞ্জ করতে হলে নির্দিষ্ট প্রশ্ন সিলেক্ট করে সঠিক উত্তর সিলেক্ট করতে হবে। এর পর সেই উত্তরের সপক্ষে একটি ডকুমেন্ট জমা দিতে হবে। এর পর ন্যাশনাল টেস্টিং এজেন্সি তা ভেরিফাই করে নির্দিষ্ট ব্যবস্থা নেবে।
প্রশ্নের সব বিকল্প ঠিক হলে
যারা ওই প্রশ্নটি অ্যাটেইন করেছেন, তাদের পুরো নম্বর দেওয়া হবে।
কোনও প্রশ্নের অন্য বিকল্প ঠিক হলে
যারা ওই প্রশ্নটি অ্যাটেইন করেছেন, তারা সম্পূর্ণ নম্বর পাবেন।
কোনও প্রশ্ন ভুল এলে
প্রত্যেককেই সম্পূর্ণ নম্বর দেওয়া হবে।
ঠিক ও ভুল উত্তরের জন্য নম্বর
ঠিক উত্তরের জন্য ৪ নম্বর করে দেওয়া হবে। ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা হবে। এভাবেই নিজের প্রাপ্ত নম্বর হিসেব করে নেওয়া যেতে পারে। প্রথমে ঠিক উত্তরের জন্য় প্রত্যেক প্রশ্নে ৪ নম্বর করে দিতে হবে। এর পর ভুল উত্তরের জন্য ১ নম্বর করে কাটতে হবে। শেষে মোট নম্বর যোগ বিয়োগ করলেই পাওয়া যাবে প্রাপ্ত নম্বর।
ডিসক্লেইমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - CBSE 10th Result 2024: সিবিএসই দশম শ্রেণির ফলও প্রকাশিত, পাশের হার ৯৩.৬ শতাংশ, রেজ়াল্ট দেখবেন কীভাবে ?
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
