NEET Topper Subhan Sengupta: 'সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি', NEET-এ প্রথম হওয়ার মন্ত্র জানালেন সুভান
NEET UG 2024 Topper Subhan Sengupta: সুভান এখনও সোশ্যাল মিডিয়াতে কোনও অ্যাকাউন্ট খোলেনি। পড়ার ফাঁকে মনের আনন্দের সে বেছে নিয়েছে অন্যকিছু।
NEET Topper Subhan Sengupta: নিট ইউজি (NEET UG 2024) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার। ২০২৪ সালের নিট পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন মোট ৬৭ জন পড়ুয়া। এদের মধ্যে বাংলা থেকে রয়েছে ৩ জন। নিট পরীক্ষায় তেমনই আরেক শীর্ষস্থানাধিকারী পড়ুয়ার নাম সুভান। সুভান সেনগুপ্ত (Subhan Sengupta), মহারাষ্ট্রের বাসিন্দা। ২০২৪ সালের নিট পরীক্ষায় (NEET Toppers) প্রথম হয়েছে অন্যান্য ৬৬ জন পড়ুয়ার সঙ্গে। পার্সেন্টাইলের হিসেবে তাঁর স্থান মেধাতালিকার ২৩ নম্বরে। ফল প্রকাশের পর নিজের সাফল্যের মন্ত্র সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সুভান।
সুভানের সাফল্যের মন্ত্র
নিট পরীক্ষার (NEET UG Toppers list) ফলপ্রকাশের পর সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন সুভান। সেখানেই তাঁকে বলতে শোনা যায় দিনে রোজ ৫ ঘন্টা করে পড়াশোনা করার কথা। এটি ছিল তাঁর বরাবরের রুটিন। পরীক্ষার আগে অবশ্য সেই সময়টা বাড়িয়েছিলেন সুভান। তাঁর কথায়, ওই সময় রোজ ১০ ঘন্টা করে পড়াশোনা করতে হত। দুই বছর ধরে টানা প্রস্তুতি নিয়েছেন সুভান।
ডাক্তার পরিবারের সন্তান
সুভান ডাক্তার পরিবারের ছেলে। তাঁর বাবা-মা চিকিৎসক, আবার ঠাকুরদা ঠাকুমারাও চিকিৎসক দিলেন। ফলে ছোট থেকেই বাড়িতে উপযুক্ত পরিবেশ তৈরিই ছিল। নাগপুরের বাসিন্দা সুভানের কথায়, তাঁর বাবা শান্তনূ একজন কার্ডিয়োলজিস্ট। মা রাজসী একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তবে ৫-১০ ঘন্টার পড়াশোনা ছাড়াও আরও বেশ কিছু অভ্যাসে বদল এনেছিলেন সুভান। এই দিনের সাক্ষাৎকারে সে কথাও বলেন তিনি।
‘সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি’
সোশ্যাল মিডিয়া থেকে বরাবরই দূরে থাকতে ভালবাসে। তাঁর এখনও কোনও সোশ্যাল মিডিয়াতে কোনও অ্যাকাউন্ট নেই পরীক্ষা র আগে নিয়মিত পড়াশোনা আর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে পারার জন্যই এমন ভাল রেজাল্ট হয়েছে বলে মনে করেন সুভান। তাহলে অবসর সময় কীভাবে কাটান সুভান ? পড়তে পড়তে ক্লান্ত লাগলে কী করেন ? তাঁর কথায়, এই সময় বাড়ির লোকদের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন তিনি। পাশাপাশি নিজের পোষ্যকে নিয়েও খেলা করেন সুভান। মনে অশান্ত থাকলে এভাবেই মন ভাল রাখার চেষ্টা করেন সুভান।
আরও পড়ুন - NEET UG 2024 Bengal Toppers: NEET UG-তে দেশের শীর্ষে বাংলার ৩, জেলার পাশাপাশি তালিকায় কলকাতাও
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI