PNB Jobs in Kolkata লোকনিয়োগ পিএনবিতে, আবেদনের শেষ তারিখ ৫ মার্চ
গ্র্যাজুয়েট হলে এই পদের জন্য আবেদন করা যাবে না।
কলকাতা: গোটা দেশজুড়ে লোক নেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। বিভিন্ন সার্কেলে নেওয়া হবে পিওন। কলকাতা সার্কেলে নিয়োগ করা হবে ২৭ জনকে। আবেদনের শেষ তারিখ ৫ মার্চ। উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল যোগ্যতামান থাকলে করা যাবে আবেদন।
আবেদন করতে হবে https://www.pnbindia.in ওয়েবসাইটে
একঝলকে দেখে নেওয়া যাক বিস্তারিত-
দেশজুড়ে পিএনবি-র বিভিন্ন সার্কেলে পিওন নিয়োগ।
কলকাতা সার্কেলে নেওয়া হবে ২৭ জনকে।
(জেনারেল-১২, ওবিসি-৯, এসসি-৫, এসটি-১)
জেলাভিত্তিক শূন্যপদ-
কলকাতা-৮
(জেনারেল-৩, ওবিসি-৩, এসসি-২, এসটি-০)
উত্তর ২৪ পরগণা-১৯
(জেনারেল-৯, ওবিসি-৬, এসসি-৩, এসটি-১)
শিক্ষাগত যোগ্যতামান-
ক্লাস ১২ পাশ বা সমতুল। রাজ্যের ও শূন্যপদ যে জেলার সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
গ্র্যাজুয়েট হলে আবেদন করা যাবে না।
বয়স- ১ জানুয়ারি ২০২১-এ ১৮ থেকে ২৪ বছর।
(এসসি-এসটিদের জন্য ৫ বছর ও ওবিসিদের জন্য ৩ বছরের ছাড়)
আবেদন করতে হবে-
https://www.pnbindia.inওয়েবসাইটে গিয়ে।
ফর্ম ডাউনলোড করে সেটি ফিল-আপ করে ও যাবতীয় প্রয়োজনীয় নথি সহ পাঠিয়ে দিতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কলকাতা নর্থ সার্কেলের অফিসে।
আবেদন পাঠানোর শেষ দিন ৫ মার্চ।
বিশেষ দ্রষ্টব্য: চাকরি সংক্রান্ত অফিশিয়াল বিজ্ঞপ্তির দিকে সবসময় নজর রাখুন। সরকারি ওয়েবসাইট ফলো করুন।
Education Loan Information:
Calculate Education Loan EMI