Railway Recruitment 2022: রেলে চাকরির বিজ্ঞপ্তি জারি, এই দিন পর্যন্ত করা যাবে আবেদন
Jobs In Railway: রেলে চাকরি করতে চাইলে আপনার জন্য রয়েছে সুখবর। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দক্ষিণ রেলওয়ে।
Jobs In Railway: রেলে চাকরি করতে চাইলে আপনার জন্য রয়েছে সুখবর। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দক্ষিণ রেলওয়ে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রেলওয়েতে ২১টি পদে হবে নিয়োগ। ক্রীড়া কোটায় এই নিয়োগ করা হবে। যে প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে চান, তাঁরা সাউদার্ন রেলওয়ের অফিশিয়াল সাইট, আরআরসি iroams.com-এ গিয়ে আবেদন করতে পারেন। এই নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ ২ জানুয়ারি ২০২৩।
Railway Recruitment 2022: শূন্য পদের বিবরণ
এই নিয়োগ অভিযানের মাধ্যমে মোট ২১টি পদে নিয়োগ দেওয়া হবে। যার মধ্যে VII CPC পে ম্যাট্রিক্স-এর লেভেল 4/5-এর 5টি পদ এবং VII CPC পে ম্যাট্রিক্স-এর লেভেল 2/3-এর 16টি পদ অন্তর্ভুক্ত।
Jobs In Railway: এঁরা আবেদন করতে পারেন
দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরা সপ্তম CP পে ম্যাট্রিক্সের লেভেল 2/3-এ পোস্টের জন্য এই পদে আবেদন করতে পারেন। স্নাতক প্রার্থীরা সপ্তম CPC পে ম্যাট্রিক্সের লেভেল 4/5-এ পোস্টের জন্য আবেদন এখানে করতে পারেন। এই ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
Indian Railways: কত আবেদন ফি দিতে হবে
এই নিয়োগের জন্য আবেদন করতে, প্রার্থীদের আবেদন ফি দিতে হবে। সাধারণ বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। SC/ST/মহিলা প্রার্থীদের জন্য ফি রাখা হয়েছে ২৫০ টাকা। আবেদন ফি ইন্টারনেট ব্যাঙ্কিং বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়া যেতে পারে। আরও বিস্তারিত জানার জন্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে যেতে পারেন।
Asha Workers Recruitment: এ ছাড়াও রাজ্যের এই জেলায় বহু আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সম্প্রতি সাব-ডিভিশনাল অফিসার আলিপুরদুয়ার এই নোটিফিকেশন প্রকাশ করেছেন। সব মিলিয়ে ৮২ জন আশা কর্মী নিয়োগ হবে এই পদে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা এই পদগুলিতে নির্ধারিত আবেদনপত্রের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। আবেদনকারীকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় প্রাসঙ্গিক নথিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
Asha Workers Jobs: চাকরির গুরুত্বপূর্ণ তারিখ
এই জেলায় আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ৩০ ডিসেম্বরের মধ্য়ে আবেদনে করতে হবে। আবেদনের শেষ তারিখ চলে গেলে কোনওভাবেই কোনও আবেদন গ্রহণ করা হবে না।
Education Loan Information:
Calculate Education Loan EMI