(Source: ECI/ABP News/ABP Majha)
RBI Recruitment 2024: রিজার্ভ ব্যাঙ্কে চাকরির সুযোগ, গ্রেড বি পদে হবে নিয়োগ- কত শূন্যপদ রয়েছে ?
Recruitment News: রিজার্ভ ব্যাঙ্ক এই নিয়োগের মাধ্যমে মোট ৯৪ জন কর্মীকে নেবে তাদের সংস্থায়। এর মধ্যে সকলেই গ্রেড বি অফিসার হলেও বিভাগ আলাদা আলাদা। আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে আবেদন।
Reserve Bank Recruitment: রিজার্ভ ব্যাঙ্কে চাকরি পেতে চান ? এই খবর তাহলে আপনারই জন্য। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক গ্রেড বি পদের জন্য খুবই সংক্ষিপ্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যে সমস্ত প্রার্থীরা রিজার্ভ ব্যাঙ্কে চাকরির জন্য আবেদন করতে চান, তারা এই বিজ্ঞপ্তি থেকেই সমস্ত তথ্য গুরুত্বপূর্ণ তারিখ জানতে পারবেন। তবে এখনও আবেদন প্রক্রিয়া (RBI Grade B Notification) শুরু হয়নি। আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে আবেদন। লিঙ্ক সক্রিয় হওয়ার পরেই করতে পারবেন রেজিস্ট্রেশন। রিজার্ভ ব্যাঙ্কে এই গ্রেড বি পদের জন্য মোট ৯৪ জনকে নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে রিজার্ভ ব্যাঙ্কের গ্রেড বি পদের জন্য আবেদন প্রক্রিয়া। এই আবেদন করা যাবে আগামী ১৬ অগস্ট পর্যন্ত। এই দিনে সন্ধ্যা ৬টা পর্যন্ত করা যাবে আবেদন। তবে এক্ষেত্রে কেবলমাত্র অনলাইনেই আবেদন করতে হবে, অফলাইন কোনও ব্যবস্থা নেই এখানে।
জরুরি ওয়েবসাইট
রিজার্ভ ব্যাঙ্কের গ্রেড বি পদে আবেদন করার জন্য আপনাকে রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। rbi.org.in এই ওয়েবসাইটেই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য যেমন পাওয়া যাবে, তেমনি নিয়োগের জন্য আবেদন ও রেজিস্ট্রেশনও করা যাবে। তবে এখন আবেদন করা যাবে না, ২৫ জুলাই লিঙ্ক সক্রিয় হলে তবেই করতে পারবেন আবেদন।
কতগুলি শূন্যপদ আছে
রিজার্ভ ব্যাঙ্ক এই নিয়োগের মাধ্যমে মোট ৯৪ জন কর্মীকে নেবে তাদের সংস্থায়। এর মধ্যে সকলেই গ্রেড বি অফিসার হলেও বিভাগ আলাদা আলাদা। ৬৬ জন থাকবে ডিআর জেনারেল বিভাগ, ২১ জন ডিআর ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ বিভাগে, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফর্মেশন ম্যানেজমেন্ট বিভাগে থাকবে ৭ জন।
কী যোগ্যতা
রিজার্ভ ব্যাঙ্কে চাকরি করার জন্য গ্রেড বি পদের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তবে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করা হয়নি। সাধারণভাবে অন্যান্য চাকরির মান অনুসারে স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্ণ ৬০ শতাংশ নম্বর প্রাপ্ত প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন। ২৫ জুলাইয়ের আগেই এই শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ দেওয়া হবে।
কত বেতন হবে
এই পদে নির্বাচিত হলে প্রার্থীরা মাসে ১ লাখ ১৬ হাজার টাকা বেতন পাবেন এই পরীক্ষা হবে জাতীয় স্তরে এবং একজন অসংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থী পরপর ৬ বার এই পরীক্ষায় বসতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের আবেদনের ফি হিসেবে ৮৫০ টাকা দিতে হবে (শুধুমাত্র অসংরক্ষিত প্রার্থীদের), বাকি সংরক্ষিত প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদনের ফি। রিজার্ভ ব্যাঙ্কের কর্মীদের জন্য এই পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যেই দেওয়া যাবে।
আরও পড়ুন: NEET UG 2024: শহর ও পরীক্ষাকেন্দ্র ধরে নিট ২০২৪-এর ফলপ্রকাশ করল NTA, বিতর্কের সমাপ্তি ?
Education Loan Information:
Calculate Education Loan EMI