SBI PO Recruitment: প্রবেশনারি অফিসার নিয়োগ করছে SBI, এই দিনের মধ্যেই করতে হবে আবেদন; কত শূন্যপদ ?
SBI Recruitment News 2025: এই পদে আবেদনের জন্য ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার অপশনে যেতে হবে। আর সেখান থেকে এসবিআই পিও ২০২৫-এর বর্তমান ওপেনিং লিঙ্কে ক্লিক করতে হবে।

SBI Recruitment News: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ব্যাঙ্কের জন্য প্রবেশনারি অফিসার পদের জন্য নিয়োগ শুরু করেছে। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য এই নিয়োগ শুরু করেছে। ২৪ জুন অর্থাৎ গতকাল মঙ্গলবার এই প্রবেশনারি অফিসারের (SBI PO Recruitment 2025) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ৫৪১টি পদের জন্য এই নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এই ৫৪১ পদের মধ্যে ৫০০টি পদ রয়েছে নিয়মিত নিয়োগের (Recruitment News) জন্য আর বাকি ৪১টি পদ রয়েছে ব্যাকলগ পোস্ট।
আগ্রহী প্রার্থীরা তাদের আবেদন জমা করতে পারেন এসবিআই রিক্রুটমেন্ট পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই রেজিস্ট্রেশন উইন্ডো ২৪ জুন শুরু হয়েছে আর চালু থাকবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। এই দিনের পরে আর কোনও নতুন আবেদনপত্র (SBI PO Recruitment 2025) নেওয়া হবে না ব্যাঙ্কের তরফে।
এই পদে আবেদনের জন্য ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার অপশনে যেতে হবে। আর সেখান থেকে এসবিআই পিও ২০২৫-এর বর্তমান ওপেনিং লিঙ্কে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে সমস্ত লগইন তথ্য বসিয়ে ওটিপি ভেরিফিকেশন করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। জরুরি সংশ্লিষ্ট নথিগুলিও জমা করতে হবে, তারপর দিতে হবে আবেদনের ফি। আর আগ্রহী আবেদনকারী প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে যেন তারা তাদের আবেদনপত্র প্রিন্ট আউট করে রেখে দেন নিজের কাছে।
এই প্রবেশনারি অফিসার পদের ক্ষেত্রে আবেদনের জন্য ৭৫০ টাকা জমা করতে হবে। তবে এসসি/ এসটি বা প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি দিতে হবে না।
এই স্টেট ব্যাঙ্কের প্রবেশনারি অফিসার পদের আবেদনের পরে নিয়োগের জন্য তিন ধাপে হবে নির্বাচনী পরীক্ষা। প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে হবে মেনস পরীক্ষা এবং তারপরে হবে ইন্টারভিউ। বিজ্ঞপ্তি অনুসারে জুলাই বা অগাস্ট মাসে হবে এই প্রিলিমিনারি পরীক্ষাটি, আর অন্যদিকে মেনস পরীক্ষা হবে সেপ্টেম্বর ২০২৫-এ।
কম্পিউটার বেসড প্রিলিমিনারি পরীক্ষায় ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে তিনটি পৃথক অংশ থেকে। তিনটি আলাদা বিভাগের জন্য আলাদা আলাদা সময় নির্ধারিত থাকবে। প্রিলিমসে কোনও সেকশনাল কাট অফ থাকছে না, প্রার্থীদের গড় নম্বরের উপর ভিত্তি করে তৈরি হবে মেধাতালিকা। আর এর ভিত্তিতেই নির্বাচিত প্রার্থীরা মেনস পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















