SCC Head Constable And Constable Recruitment: কনস্টেবল ও হেড-কনস্টেবল পদে নিয়োগ করবে SSC, কারা আবেদন করতে পারবেন?
Job News: আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর, রাত ১১টা পর্যন্ত। ২৪ সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইন পেমেন্ট করার শেষদিন ১৬ অক্টোবর। সময় রাত ১১টা পর্যন্ত।

SCC Head Constable And Constable Recruitment: স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) কনস্টেবল এবং হেড কনস্টেবল পদে নিয়োগ করতে চলেছে। ssc.gov.in- এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর, রাত ১১টা পর্যন্ত। ২৪ সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইন পেমেন্ট করার শেষদিন ১৬ অক্টোবর। সময় রাত ১১টা পর্যন্ত। অ্যাপ্লিকেশন কারেকশন উইন্ডো খুলবে ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। এই উইন্ডো ২৫ অক্টোবর রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। পরীক্ষা হতে পারে এবছর অর্থাৎ ২৫ সালের ডিসেম্বর মাসে কিংবা ২০২৬ সালের জানুয়ারি মাসে।
কোথায় কত শূন্যপদ রয়েছে, দেখে নিন
- কনস্টেবল (ড্রাইভার) দিল্লি পুলিশ, পুরুষ - ৭৩৭টি শূন্যপদ
- হেড কনস্টেবল AWO/TPO দিল্লি পুলিশ - পুরুষদের জন্য ৩৭০টি শূন্যপদ এবং মহিলাদের জন্য ১৮২টি শূন্যপদ
কারা আবেদন করতে পারবেন এই চাকরির জন্য, দেখে নিন (আবেদনকারীর বয়স)
- ভারতীয় নাগরিক হলে তবে আবেদন করা যাবে স্টাফ সিলেকশন কমিশনের এই চাকরির জন্য।
- কনস্টেবল পদের জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
- হেড কনস্টেবল পদের জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে ১ জুলাই ২০২৫ অনুসারে।
- সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন (কনস্টেবল পদে আবেদন করলে)
- আবেদনকারীদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে স্বীকৃত বোর্ড থেকে।
- ভারী যানবাহন চালানোর ব্যাপারে দক্ষতা এবং আত্মবিশ্বাস থাকতে হবে আবেদনকারীদের।
- ভারী যানবাহন চালানোর জন্য উপযুক্ত ড্রাভিং লাইসেন্স থাকতে হবে আবেদনকারীর কাছে।
- যানবাহন খারাপ হয়ে গেলে তা সারানোর এবং সার্বিক ভাবে যানবাহন ভাল রাখার জন্য খেয়াল রাখার দক্ষতা থাকতে হবে আবেদনকারীদের।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন (হেড কনস্টেবল পদে আবেদন করলে)
- সায়েন্সের বিষয় এবং অঙ্ক নিয়ে পাশ করতে হবে দ্বাদশ শ্রেণি। একটি স্বীকৃত বোর্ড থেকে পরীক্ষা দিতে হবে। এছাড়াও আবেদনকারীর কাছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকলে ভাল।
- কম্পিউটার ব্যবহারের ব্যাপারে দক্ষ হতে হবে। এছাড়াও আবেদনকারীদের ইংরেজি লেখার গতি সম্পর্কেও পরীক্ষা নেওয়া হবে। ১৫ মিনিটে ১০০০ কি চালানোর দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং স্পিডের পরীক্ষা নেওয়া হবে আবেদনকারীদের।
- এর পাশাপাশি সাধারণ কম্পিউটারের জ্ঞান থাকা জরুরি। যেমন- কম্পিউট্র খোলা/বন্ধ, প্রিন্ট করান, এমএস অফিস, লেখা সেভ করা এবং মডিফিকেশন করা। প্যারাগ্রাফ সেটিং এবং নাম্বারিং করা -এইসব জানতে হবে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI























