SSC GD Constable Recruitment 2021: হাতে মাত্র ৫দিন, ২৫ হাজারের বেশি জিডি কনস্টেবল পদে হবে নিয়োগ
দেশের একাধিক সশস্ত্র বাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন(SSC)। ২৫,২৭১ খালি পদে হবে এই নিয়োগ। দশম শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে SSC জিডি কনস্টেবল পদে।
নয়াদিল্লি: বিপুল সংখ্যক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন(SSC)। ২৫ হাজারেরও বেশি জিডি কনস্টেবল পদে হবে নিয়োগ(SSC GD Constable Recruitment 2021)। আগামী ৩১ অগাস্ট আবেদন করার শেষ দিন।
এই পদের জন্য যোগ্যতা(SSC GD Constable Recruitment 2021 Eligibility)
দেশের একাধিক সশস্ত্র বাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন(SSC)। ২৫,২৭১ খালি পদে হবে এই নিয়োগ। দশম শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে SSC জিডি কনস্টেবল পদে। জিডি কনস্টেবল পদে চাকরির আবেদনের জন্য কোনও স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পাশ হতে হবে চাকরিপ্রার্থীকে।
চাকরির বেতন কাঠামো SSC GD Constable Recruitment 2021 Salary)
CAPF, NIA, SSF ও অসম রাইফেলসে জিডি কনস্টবেল পদে নিয়োগের রেজিস্ট্রেশন শুরু করেছে স্টাফ সিলেকশন কমিশন। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ssc.nic.in-এ গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। আগামী ৩১ অগাস্টের মধ্যে পূরণ করতে হবে এই আবেদনপত্র। চাকরিপ্রার্থীদের আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ ২ সেপ্টেম্বর। সংশ্লিষ্ট পদে নির্বাচিত হলে পে লেভেল-৩ বেতন কাঠামোর মধ্যে পড়বেন নিযুক্তরা। ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা বেতন হবে নিযুক্তদের।
জিডি কনস্টেবল পদে নিয়োগের জন্য ওপেন পরীক্ষার ব্যবস্থা করেছে স্টাফ সিলেকশন কমিশন। ইতিমধ্যেই এই নিয়োগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এসএসসি-র। এই পরীক্ষায় পাশ করতে কিছু ধাপ পেরোতে হবে চাকরিপ্রার্থীদের। কম্পিউটারে পরীক্ষা ছাড়াও রয়েছে শারীরিক সক্ষমতার পরীক্ষা। সবশেষে মেডিক্যাল এক্জামিনেশনের পরেই এই পদে যোগ্য বলে বিবেচিত হবেন প্রার্থী। তবে এক্ষেত্রে আবেদনকারীর নথি যাচাই করেই নিয়োগ করা হবে চাকরিতে।
এই পদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ (SSC GD Constable Recruitment 2021 Important Dates)
অনলাইন আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ১৭ জুলাই থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
আবেদনের শেষ তারিখ ৩১ অগাস্ট, ২০২১।
আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদনের ফি জমা দিতে হবে চাকরিপ্রার্থীকে।
অফলাইনে চালানের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর, ২০২১।
আবেদনকারীর বয়সসীমা (Age Limit)
জিডি কনস্টেবল পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ১৮-২৩ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর এই বয়স হতে হবে ১.০৮.২০২১ তারিখ অনুযায়ী।১৯৯৮ সালের ২ অগাস্টের আগে জন্মগ্রহণ করলে চাকরিপ্রার্থীকে যোগ্য বলে বিবেচিত করা হবে না। একইভাবে ২০০৩ সালের ১ অগাস্টের পর আবেদনকারীর জন্ম হলেও সে চাকরির জন্য দরখাস্ত জমা দিতে পারবে না।
Education Loan Information:
Calculate Education Loan EMI