SBI Jobs 2022: স্টেট ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ, যোগ্যতা কী লাগবে জানেন ?
State Bank of India jobs: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI) চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। স্পেশ্যালিস্ট ক্যাডার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করবে ব্যাঙ্ক। এই যোগ্যতা থাকলেই করতে পারবেন আবেদন।
State Bank of India Recruitment: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI) চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। স্পেশ্যালিস্ট ক্যাডার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করবে ব্যাঙ্ক। এই যোগ্যতা থাকলেই করতে পারবেন আবেদন।
SBI Jobs 2022: সব মিলিয়ে ৪৮টি স্পেশ্যালিস্ট ক্যাডার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। (Network Security Specialist/ Routing & Switching)পদে প্রার্থীদের নিয়োগ করবে কর্তৃপক্ষ। উপযুক্ত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীদের অনলাইনে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে।
ASSISTANT MANAGER (NETWORK SECURITY SPECIALIST) – 15 Posts
ASSISTANT MANAGER (ROUTING & SWITCHING) – 33 Posts
State Bank of India Recruitment: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ফার্স্ট ডিভিশনের স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে বাধ্যতামূলক শংসাপত্রের পাশাপাশি কাজের অভিজ্ঞতা ও নির্দিষ্ট দক্ষতা থাকতে হবে প্রার্থীর।
SBI Jobs 2022: কীভাবে হবে প্রার্থী বাছাই ?
এই ক্ষেত্রে প্রার্থী বাছাই হবে অনলাইনে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন লিখিত পরীক্ষা 20.03.2022 তারিখে অনুষ্ঠিত হবে।নির্বাচিত প্রার্থীকে প্রয়োজন অনুসারে মুম্বই, বেঙ্গালুরু বা অন্য কোনও স্থানে পোস্ট করা হতে পারে।
পরীক্ষার/সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(SBI)অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে। https://sbi.co.in
State Bank of India Recruitment : কীভাবে আবেদন করবেন
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কেবল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন - https://sbi.co.in (তারিখ 05/02/2022 থেকে 25/02/2022) আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে করতে হবে আবেদন।
নির্ধারিত ফি ও অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পরে আবেদনকারীরা একটি সিস্টেম জেনারেটেড রেজিস্ট্রেশন/অ্যাকনলেজমেন্ট স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন। ভবিষ্যতে প্রামাণ্য নথির জন্য প্রার্থীদের অবশ্যই এটি প্রিন্ট-আউট করতে হবে। এই পর্যায়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এ কোনও প্রিন্ট-আউট/হার্ড কপি বা নথি পাঠাবেন না।
Education Loan Information:
Calculate Education Loan EMI