IIT Bombay: বই পড়া নয়, সমাজমাধ্যমেই কাটে সময়, 'ভাল অভ্যাস' ছাড়াই ২০-তেই কোটিপতি আইআইটির এই পড়ুয়া- কী জানালেন ?
IIT Multi-Millionaire: এক্স হ্যান্ডলে একটি পোস্টে অমন গোয়েল জানিয়েছেন ঠিক কীভাবে তিনি মাত্র ২০ বছর বয়সেই কোটিপতি হয়েছেন। যদিও তাঁর কোনো তত্থাকথিত 'ভাল অভ্যাস' ছিল না।
Success Story: সাফল্য যে শুধু বাঁধাধরা নিয়ম মেনেই আসে, তা নয়। এমনকী কোনো নিয়ম নেই যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে, সেলফ হেল্প বই পড়লেই সাফল্য এসে ধরা দেবে। আর এই কথাই জানিয়েছেন আইআইটি বম্বের (IIT Bombay) প্রাক্তন ছাত্র অমন গোয়েল (Aman Goel)। বর্তমানে তিনি গ্রেল্যাবস এআই নামের একটি সংস্থার সিইও। আর মাত্র ২০ বছরেই কীভাবে তিনি কোটিপতি হলেন সেই কথাই জানিয়েছেন অমন।
এক্স হ্যান্ডলে একটি পোস্টে অমন গোয়েল জানিয়েছেন ঠিক কীভাবে তিনি মাত্র ২০ বছর বয়সেই কোটিপতি হয়েছেন। যদিও তাঁর কোনো তত্থাকথিত 'ভাল অভ্যাস' ছিল না। মূলত এখনকার যুগের যে সাইড বিজনেস সংস্কৃতি তা না থাকা সত্ত্বেও কোটিপতি হয়েছেন অমন গোয়েল। এর আগে কঙ্গো এ আই নামের একটি সংস্থার সহ প্রতিষ্ঠাতা ছিলেন অমন, এখন সিইও পদে আছেন গ্রেল্যাবস এআই সংস্থার। আর এই পোস্টে চিরাচরিত সাফল্যের পথকে অস্বীকার করেছেন তিনি, খানিক বিদ্রুপও করেছেন। তিনি স্পষ্টই লেখেন, 'আমি ভোর ৫টার সময় উঠিনি কখনও। আমি ঠান্ডা জলে স্নানও করিনি। আমি বইও পড়ি না। তারপরেও আজ আমি এখানে, ২০ বছরেই কোটিপতি।'
তাঁর লিঙ্কড ইন প্রোফাইল থেকে জানা যায় আইআইটি বম্বে থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক উত্তীর্ণ হন ২০১৭ সালে। পরে তিনি কঙ্গো এআই সংস্থার সহ প্রতিষ্ঠাতা হন এবং সেই সংস্থা পরে কিনে নেয় এক্সোটেল নামের একটি নামী সংস্থা। তাঁর পেশাগত সাফল্য এক কথায় অনস্বীকার্য। কিন্তু তাঁর এই সাফল্যের সঙ্গে তথাকথিত নিয়ন্ত্রিত নিয়মনিষ্ঠ জীবনযাপনের কোনো যোগ নেই।
গোয়েল লেখেন, 'আমি প্রায়ই সকালে সাড়ে আটটার সময় উঠি, কখনও কখনও ৯টার সময়েও উঠি। আমার মনেও নাই যে ঠিক কবে আমি কোনো বইয়ের পাতা উল্টে দেখেছি'। বই পড়ার থেকেও তিনি সমাজমাধ্যম এবং পডকাস্টের মাধ্যমে জ্ঞান অর্জন করার কথা বেশি উপযোগী মনে করেন। সাফল্য পাওয়ার একটাই পন্থা তাঁর মতে, 'এমন একটা পণ্য তৈরি করো যা মানুষের কাজে আসবে এবং সেটাকে গ্রাহকের কাছে বিক্রি করে যাও, যতক্ষণ না পর্যন্ত তুমি কোটিপতি না হয়ে যাও'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন; Inflation Calculator: এখন ৫০ লাখ টাকা জমানো আছে ? ৩০ বছর পরে কত মূল্য হবে জানেন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI