Success Story: JEE Mains-এ ১০০ পার্সেন্টাইল পেয়ে শীর্ষস্থানে সক্ষম জিন্দাল, সাফল্যের মূল চাবিকাঠি কী ? জানালেন নিজেই
Saksham Jindal: শুরু থেকেই সক্ষম বিশ্বাস করতেন যে কোনো বিষয় গভীরভাবে অধ্যয়ন করা দরকার আর তাতেই সাফল্য নিশ্চিত হয়। কিন্তু কীভাবে এল এই অবিশ্বাস্য সাফল্য ?

JEE Mains: এই বছর জয়েন্ট এন্ট্রান্স মেনসে ১০০ পার্সেন্টাইল পেয়ে দেশের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছেন সক্ষম জিন্দাল (Saksham Jindal)। হরিয়ানার হিসার জেলার বাসিন্দা সক্ষম সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন বলা চলে। জয়েন্ট এন্ট্রান্স মেনসে সফল (Success Story) হওয়ার পিছনে যে কেবলমাত্র গভীরভাবে জ্ঞান অর্জন এবং বিষয়ের অধ্যয়নই কাজ করেছে (JEE Mains) তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন সক্ষম জিন্দাল।
শুরু থেকেই সক্ষম বিশ্বাস করতেন যে কোনো বিষয় গভীরভাবে অধ্যয়ন করা দরকার আর তাতেই সাফল্য নিশ্চিত হয়। তিনি বলেন, 'প্রতিটি অধ্যায়কে যাতে গভীরভাবে সম্পূর্ণরূপে অধ্যয়ন করতে পারি, আমি সবসময় সেই চেষ্টাই করতাম।' তিনি জানিয়েছেন যে তার ফান্ডামেন্টাল অর্থাৎ প্রাথমিক ভিত্তিস্তর এত স্পষ্ট এবং স্বচ্ছ্ব ছিল যা তাঁকে আরও দুরূহ বিষয় বুঝতে সহায়তা করেছে।
কিন্তু কীভাবে এল এই অবিশ্বাস্য সাফল্য ? সংবাদমাধ্যমকে সক্ষম স্পষ্ট জানিয়েছেন, 'রসায়নের জন্য আমি কেবলই এনসিআরটির বই পড়ে প্রস্তুতি নিয়েছিলাম। আর এনসিআরটির সিলেবাস পড়েই জয়েন্টে উত্তীর্ণ হয়েছি। জয়েন্ট এন্ট্রান্স মেনসে কোনো রেফারেন্স বইয়ের দরকার পরে না। এনসিআরটির সিলেবাস পড়লেই আসবে সাফল্য'। এর সঙ্গে সক্ষম মাঝেমধ্যেই কোনো সমস্যা সমাধানের কৌশলগুলি ঝালিয়ে নিতেন। পুনর্বিবেচনা করতেন এবং পরিমার্জন চালিয়ে যেতেন। জয়েন্ট এন্ট্রান্স মেনসের টপার সক্ষম স্পষ্ট জানান, 'পরের পর প্রশ্নের উত্তর ব্যবহারিকভাবে আমি ঝালিয়ে নিতাম বারবার। আর এতেই আমার আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে যায়'। শুধু যে জয়েন্টেই শীর্ষস্থান পেয়েছেন সক্ষম তা নয়, সিবিএসই-র বোর্ড পরীক্ষাতেও ৯৭.৮ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। বিভিন্ন অলিম্পিয়াড পরীক্ষায় পদক জিতেছেন সক্ষম।
সক্ষমের বাবা ডা. উমেশ জিন্দাল পেশায় একজন প্যাথোলজিস্ট, আর তার ডা. অনিতা জিন্দাল পেশায় একজন ডাক্তার। যদিও তার বাবা-মা দুজনেই মেডিকেল জগতের মানুষ, তবু সক্ষমের ছোটবেলা থেকে গণিতের প্রতি প্রেম তার কেরিয়ার বদলে দিল।
উৎসাহীদের জন্য সক্ষম জানান যে জয়েন্ট এন্ট্রান্স মেনস পরীক্ষা যে কোনোভাবে ৩ ঘণ্টার মধ্যে শেষ করতে হবে যাতে পরীক্ষার্থীরা কিছু সময় বাড়তি পান মেলানোর জন্য। সমাজমাধ্যম, বিনোদন থেকে একেবারে দূরে থাকার দরকার নেই। কারণ তার মতে এগুলি মনকে সতেজ রাখতে অনেকাংশে কাজ করে।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
