Bank Jobs : ICICI ব্যাঙ্কে নিয়োগ হবে, বার্ষিক ১২ লক্ষ পর্যন্ত বেতন; কত শূন্যপদ ? কারা আবেদন করতে পারেন ?
ICICI Bank Jobs: নির্বাচিত প্রার্থীরা আইসিআইসিআই ব্যাঙ্কের পক্ষ থেকে বার্ষিক ২ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাবেন রিলেশনশিপ ম্যানেজার হিসেবে।

ICICI Bank Jobs: ব্যাঙ্কের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের জন্য সুখবর। এবার এই বেসরকারি ব্যাঙ্কে বিভিন্ন পদে নিয়োগ (ICICI Bank) হতে চলেছে। অনেকগুলি আসনে নিয়োগ করা হবে এবং নির্বাচিত প্রার্থীরা সর্বোচ্চ ১২ লক্ষ টাকা বার্ষিক বেতন পেতে পারেন। আইসিআইসিআই ব্যাঙ্কের পক্ষ থেকে রিলেশনশিপ ম্যানেজারের (Bank Jobs) জন্য নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে।
তবে আইসিআইসিআই ব্যাঙ্কের এই চাকরির নিয়োগস্থল রয়েছে মধ্যপ্রদেশে। যে সমস্ত প্রার্থীর এমবিএ ডিগ্রি রয়েছে কিংবা স্নাতক ডিগ্রি রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারেন। এর পাশাপাশি ব্যাঙ্কিং সেক্টরে ১ থেকে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর ক্ষেত্রে।
এই চাকরির জন্য মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় এই ব্যাঙ্কের শাখায় নিয়োগ করা হবে রিলেশনশিপ ম্যানেজার। জবলপুর, ছিন্দওয়ারা, নরসিংহপুর, রটলাম, গুণা, উজ্জয়িনী, হোসংঘবাদ, বিদিশা, সাতনা, বুন্দেলখণ্ড ইত্যাদি জায়গায় হবে এই চাকরি। তবে কতগুলি শূন্যপদ রয়েছে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।
নির্বাচিত প্রার্থীরা আইসিআইসিআই ব্যাঙ্কের পক্ষ থেকে বার্ষিক ২ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাবেন রিলেশনশিপ ম্যানেজার হিসেবে। এই পদে নির্বাচিত প্রার্থীদের দায়িত্বের মধ্যে রয়েছে গ্রাহকদের তার প্রয়োজন অনুযায়ী সহায়তা করা, নতুন নতুন ব্যাঙ্কিং পণ্য সম্পর্কে গ্রাহকদের ওয়াকিবহাল করা, ব্যাঙ্কের প্রোডাক্ট টিমের সঙ্গে সহযোগিতা করে পোর্টফোলিওর গুণমান বাড়াতে সাহায্য করা। এই রিলেশনশিপ ম্যানেজাররা পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং গ্রাহক পরিষেবা দেওয়ার জন্যও কাজ করে থাকেন।
কিছুদিন আগেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ বরোদায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ম্যানেজার-সহ একাধিক পদের জন্য নিয়োগ করা হবে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। মোট শূন্যপদের সংখ্যা ৫১৮। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আর তা চালু থাকবে ১১ মার্চ পর্যন্ত। আবার ইউনিয়ন ব্যাঙ্কেও সম্প্রতি শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। কয়েক হাজার পদে এই শিক্ষানবিশ নেওয়া হবে বলে জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ুন:
Education Loan Information:
Calculate Education Loan EMI






















