এক্সপ্লোর
Advertisement
অনলাইনে ক্লাস, নেট কানেকশন পেতে পাহাড়ে উঠতে হচ্ছে তামিলনাড়ুর গ্রামের পড়ুয়াদের
শুধু মানালোদাই গ্রামই নয়। ধীরে ধীরে পাহাড়ে একটানা নেট কানেকশনের খোঁজ পেয়ে ভিড় জমাতে শুরু করেছে থোনুর, ছিন্না ইলাপ্পুর, থালুর এবং মেলুর গ্রামের ছেলে-মেয়েরাও।
চেন্নাই: তামিলনাড়ুর পাচামালাই পাহাড় বেয়ে রোজ এক কিলোমিটার উপরে ওঠে মানালোদাই গ্রামের ছেলেমেয়েরা।না, কোনও আনন্দ উপভোগ কিংবা পিকনিকের জন্য নয়। এতখানি ঝুঁকি নিয়ে পাহাড়ে ওঠার একটাই উদ্দেশ্য। পড়াশোনা। ওই এলাকায় কেবলমাত্র ওই পাহাড়টির মাথায় উঠলেই একটানা ইন্টারনেট কানেকশন পাওয়া যায়। আর অনলাইন ক্লাস সেটা ছাড়া হবে কেমন করে! তাই এই কষ্ট সহ্য করা। শুধু মানালোদাই গ্রামই নয়। ধীরে ধীরে পাহাড়ে একটানা নেট কানেকশনের খোঁজ পেয়ে ভিড় জমাতে শুরু করেছে থোনুর, ছিন্না ইলাপ্পুর, থালুর এবং মেলুর গ্রামের ছেলে-মেয়েরাও।
দ্বাদশ শ্রেণির ছাত্রী দীপিকা বলছেন, আগস্টের প্রথম সপ্তাহ থেকে শিক্ষকরা অনলাইনে ক্লাশ নেওয়া শুরু করেছেন। ওঁরা ওয়াটসঅ্যাপে ভিডিয়ো করে পাঠিয়ে দেন। আমাদের সেটা ডাউনলোড করে নিয়ে পড়তে হয়। কিন্তু নেট ছাড়া কেমন করে ডাউনলোড হবে! তাই এই পাহাড়ে উঠেই আমাদের পড়াশোনার ব্যবস্থা করতে হয়েছে।
উল্লেখ্য, ভান্নাডু ও কোম্বাই গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে ৩২টি ছোট-বড় আদিবাসী, উপজাতি গ্রাম। অনলাইন পড়াশওনার পথে প্রায় এই সব কটি গ্রামেরই সমস্যা ইন্টারনেটের কানেকশন। নেট খারাপ থাকায় অসুবিধায় রয়েছে ছাত্র-ছাত্রীরা।পাহাড়ের মাথায় যে নেটের কানেকশন আসছে এই খবরটা হু হু করে রটে যাচ্ছে দাবানলের মতো। তাই অন্য বহু গ্রাম থেকেই ছাত্র-ছাত্রীদের আসার সংখ্যা বাড়ছে ক্রমেই। সকালের একটা সময়ে পাহাড়ের পথে রীতিমতে ভিড়। পড়াশোনা করতে হবে, তাই পাহাড় বেয়ে উপরে উঠছে সকলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI
শিক্ষা (Education) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement