Job News: ভারতের টেলিকম দফতরে চাকরির সুযোগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ- কারা আবেদনের যোগ্য ?
Telecom Department Job: ভারতের কেন্দ্রীয় টেলিকম বিভাগে মোট ৪টি শূন্যপদে নিয়োগ হবে। এর মধ্যে দুটি আলাদা আলাদা পদ রয়েছে। একটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অন্যটি জুনিয়র টেলিকম অফিসার।
Telecom Department Jobs: ভারতের কেন্দ্রীয় টেলিকম দফতরে কর্মী নিয়োগ করা হবে। কনসালট্যান্ট এবং জুনিয়র টেলিকম অফিসার পদে হবে এই নিয়োগ। প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা যা বিস্তারিত উল্লেখ করা হয়েছে সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনে। এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ব্যক্তিগত ইন্টারভিউর মাধ্যমেই হবে এই নিয়োগ (Telecom Department Jobs)। তবে এই চাকরি স্থায়ী চাকরি নয়, চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে নির্বাচিত প্রার্থীকে। দেখে নিন এই সংস্থায় চাকরির জন্য কী কী যোগ্যতা লাগবে, কতগুলি শূন্যপদ আছে, কীভাবেই বা আবেদন করবেন।
শূন্যপদ
ভারতের কেন্দ্রীয় টেলিকম বিভাগে (Telecom Department Jobs) মোট ৪টি শূন্যপদে নিয়োগ হবে। এর মধ্যে দুটি আলাদা আলাদা পদ রয়েছে। একটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যেখানে ১ জন লোক নেওয়া হবে এবং অন্যটি জুনিয়র টেলিকম অফিসার যেখানে ৩ জন লোক নেওয়া হবে।
বয়সসীমা
টেলিকম বিভাগে কাজের জন্য আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। এর বেশি বয়স হলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন।
কাজের মেয়াদ
প্রাথমিকভাবে ভারতের টেলিকম বিভাগে (Telecom Department Jobs) চাকরির জন্য নির্বাচিত হলে প্রার্থীকে ৬ মাসের চুক্তিতে নেওয়া হবে। অথবা প্রার্থী ৬৫ বছর পর্যন্ত কাজ করতে পারবেন, যেটা আগে মেয়াদ উত্তীর্ণ হবে সেই নিয়মেই চুক্তি করা হবে।
বেতন কী হবে
ইনক্রিমেন্ট এবং কোনও ডিএ দেওয়া হবে না নির্বাচিত প্রার্থীদের। তবে ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার অনুসারে প্রার্থীর বেতন ঠিক করা হবে। অ্যালাউয়েন্সও পাবেন প্রার্থী।
যোগ্যতা কী দরকার
প্রথমত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নির্বাচিত হতে গেলে আগ্রহী প্রার্থীকে কোনও কেন্দ্রীয় বা রাজ্য সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় অবসর নিতে হবে। কম্পিউটার জানা থাকতে হবে এবং প্রার্থীর বেতন হবে লেভেল ৮ অনুযায়ী। অন্যদিকে জুনিয়র টেলিকম অফিসার পদের জন্য প্রার্থীর যোগ্যতা একই থাকতে হবে। শুধু তাঁর বেতন কাঠামো থাকতে হবে লেভেল ৭ অনুসারে।
কীভাবে প্রার্থী নির্বাচন
এই সংস্থায় (Telecom Department Jobs) প্রার্থী নির্বাচনের জন্য কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে বাছাই করে ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউতে পাশ করলেই প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবেন।
কীভাবে আবেদন করবেন
ভারতের কেন্দ্রীয় টেলিকম বিভাগে এই পদের জন্য আবেদন করতে গেলে ডিরেক্টর (অ্যাডমিন), স্পেশাল ডিরেক্টর জেনারেল (টেলিকম) এর নির্ধারিত ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন করার শেষ দিন আগামী ৩ জুন পর্যন্ত।
Education Loan Information:
Calculate Education Loan EMI