Bank Jobs: বিপুল সংখ্যক স্থানীয় ব্যাঙ্ক অফিসার নিয়োগ করবে এই ব্যাঙ্ক, কারা করতে পারবেন আবেদন ?
UCO Bank Jobs: দেশের বেশ কিছু রাজ্যে এই নিয়োগ হবে। একেক রাজ্যে একেক রকম শূন্যপদ রয়েছে। গুজরাতে মোট ৫৭টি পদ, মহারাষ্ট্রে ৭০টি, আসামে ৩০টি, কর্ণাটকে ৩৫টি, ত্রিপুরায় ১৩টি, সিকিমে ৬টি শূন্যপদ।
![Bank Jobs: বিপুল সংখ্যক স্থানীয় ব্যাঙ্ক অফিসার নিয়োগ করবে এই ব্যাঙ্ক, কারা করতে পারবেন আবেদন ? UCO Bank Local Bank Officer Recruitment for 250 posts over India Know How to Apply Bank Jobs: বিপুল সংখ্যক স্থানীয় ব্যাঙ্ক অফিসার নিয়োগ করবে এই ব্যাঙ্ক, কারা করতে পারবেন আবেদন ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/21/6238053b518dacf12e8f376e966170e21726909025672140_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
UCO Bank Jobs: ইউকো ব্যাঙ্ক লোকাল ব্যাঙ্ক অফিসার পদের জন্য নিয়োগ শুরু করেছে। আগ্রহী প্রার্থীদের কাছে আবেদন চাওয়া হচ্ছে। মোট ২৫০টি পদের জন্য নিয়োগ করা হবে এই ব্যাঙ্কে (Bank Jobs)। আগ্রহী আবেদনকারীরা ইউকো ব্যাঙ্কের (Job News) অফিসিয়াল ওয়েবসাইট ucobank.com-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখান থেকে আবেদনও করা যাবে এবং আবেদনের ব্যাপারে বিস্তারিত জানাও যাবে। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই পদের আবেদন এবং এই আবেদন প্রক্রিয়া চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
এর সঙ্গে সঙ্গে প্রার্থীদের আরও জানানো হয়, আবেদনের ফি-ও জমা করতে হবে ফেব্রুয়ারির মধ্যে। এর তারিখের পরে অনলাইন বা অফলাইন কোনোভাবেই আর ফি জমা নেওয়া হবে না। আবেদনের আগে সমস্ত তথ্য খুঁটিয়ে পড়ে দেখে নিতে হবে।
কোন রাজ্যে কত শূন্যপদ
দেশের বেশ কিছু রাজ্যে এই নিয়োগ হবে। একেক রাজ্যে একেক রকম শূন্যপদ রয়েছে। গুজরাতে মোট ৫৭টি পদ, মহারাষ্ট্রে ৭০টি, আসামে ৩০টি, কর্ণাটকে ৩৫টি, ত্রিপুরায় ১৩টি, সিকিমে ৬টি শূন্যপদ, নাগাল্যান্ডে ৫টি, মেঘালয়ে ৪টি শূন্যপদ এবং কেরালা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে ১৫টি পদ, উত্তরপ্রদেশে ১০টি, জম্মু ও কাশ্মীরে ৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। প্রার্থীদের রাজ্যভিত্তিক আবেদনের ক্ষেত্রে সুযোগ রয়েছে।
কী যোগ্যতা লাগবে
আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি পূরণ করতে হবে। প্রথমত প্রার্থীরা যে রাজ্যেই আবেদন করুন না কেন, সেই রাজ্যের আঞ্চলিক ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে। ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এই বয়স গণনা করা হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে।
আবেদনের ফি
এই ইউকো ব্যাংকের আবেদনের ফি হিসেবে অসংরক্ষিত প্রার্থীদের জমা দিতে হবে ৮৫০ টাকা। অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদনের ফি ১৭৫ টাকা।
কীভাবে হবে নির্বাচন
লিখিত পরীক্ষার ভিত্তিতে এই ইউকো ব্যাঙ্কে নির্বাচন হবে। এই পরীক্ষায় সময় থাকবে ৩ ঘণ্টা। এতে চারটি বিভাগ থেকে প্রশ্ন থাকবে – লজিক, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সাধারণ ফিনান্স ও অর্থনীতি, ব্যাঙ্কিং সচেতনতা, ইংরেজি এবং ডেটা ইন্টারপ্রিটেশন ইত্যাদি বিষয়ে।
আরও পড়ুন: CBSE: ফের নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ২৯ স্কুলকে শো-কজ নোটিশ দিল সিবিএসই; কোন কোন স্কুল রয়েছে নজরে ?
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)