UGC NET 2022 : কবে কোন বিষয়ের পরীক্ষা নেট-এর? কীভাবেই বা ডাউনলোড হবে অ্যাডমিট কার্ড?
UGC NET 2022 Update : সাধারণত বছরে দু'বার UGC NET পরীক্ষা হয়। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে ২০২১ সালের ডিসেম্বরের নেট পরীক্ষা হয়নি।
নয়াদিল্লি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন , ইউজিসি ( University Grants Commission) নেট পরীক্ষার দিন ঘোষণা করে দিল। তারিখগুলি এই বছরের জুলাই এবং অগাস্টের মধ্যেই । শনিবার ঘোষণা করা হয়েছে দিন। UGC-NET December 2021 এবং June 2022 - র পরীক্ষার দিন একসঙ্গেই ঘোষণা করা হয়েছে। দিন গুলি হল -
জুলাই মাসের - ৮, ৯, ১১, ১২
অগাস্ট মাসের - ১২, ১৩, ১৪
ইউজিসির চেয়ারপার্সন এম জগদেশ কুমার (M Jagadesh Kumar ) ট্যুইট করে জানান, জুলাই মাসের - ৮, ৯, ১১, ১২ তারিখে ও অগাস্ট মাসের - ১২, ১৩, ১৪ তারিখে পরীক্ষাগুলি হবে। বিস্তারিত তারিখ শীঘ্রই আপলোড করা হবেhttp://nta.ac.in - এ ও https://ugcnet.nta। পরীক্ষার্থীদের শুভেচ্ছাও জানান তিনি।
সাধারণত বছরে দু'বার UGC NET পরীক্ষা হয়। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে ২০২১ সালের ডিসেম্বরের নেট পরীক্ষা হয়নি। বলা হয়, এই পরীক্ষা পরে নেবে কমিশন। তাই এবার ২০২২ সালের জুনের সেশনের পরীক্ষা একসঙ্গে হতে চলেছে । কীভাবে UGC NET 2022-র অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন? জেনে নিন কীভাবে করা যায় অ্যাডমিট কার্ড ডাউনলোড, যদিও এখনও জানানো হয়নি কবে ডাউনলোড করা হবে অ্যাডমিট কার্ড। - ugcnet.nta.nic.in - এ যান। - হোমপেজে খুলুন। - 'UGC NET Admit Card Link'-তে ক্লিক করুন। - নতুন একটি পেজ খুলে যাবে। - নির্দিষ্ট লগ-ইন ও আইডি প্রবেশ করুন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন।
The dates for the conduct of UGC-NET December 2021 and June 2022 merged cycles are 08, 09, 11, 12 July 2022 and 12, 13, 14 August 2022. The detailed date sheet will be uploaded soon on https://t.co/cUvZGrYigp and https://ugcnet.nta.nic
— Mamidala Jagadesh Kumar (@mamidala90) June 25, 2022
Best wishes to all the applicants. pic.twitter.com/wAcW62NLKf
এপ্রিলের শুরুতে, ইউজিসি-নেট এই বছরের জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে NET পরীক্অষা হতে পারে বলে ঘোষণা করে। ইতিমধ্যে, UGC-NET-এর জন্য ফর্ম জমা দেওয়ার তারিখ 30 মে, 2022 পর্যন্ত বাড়ানো হয়।
Education Loan Information:
Calculate Education Loan EMI