UGC NET: পিছিয়ে গেল ইউজিসি নেটের এই দিনের পরীক্ষা, নয়া সূচি জারি NTA-র
UGC NET Rescheduled: আগামী ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ইউজিসি নেট সারা দেশ জুড়ে। এর মধ্যে ২৬ অগাস্টের দিনটি বদলে করা হয়েছে ২৭ অগাস্ট।
National Testing Agency: আগেই জানানো হয়েছিল আগামী ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই বছরের জুন সার্কলের ইউজিসি নেট। এর আগে সময়মাফিক যে পরীক্ষা হয়েছিল, তা বাতিল হয়ে যাওয়ার কারণে আরও একবার পরীক্ষার্থীদের ইউজিসি নেট (UGC NET June 2024) দিতে হবে। আর সেই পরীক্ষার সূচিতে খানিক বদল এসেছে। ২৬ অগাস্ট যে পরীক্ষা হওয়ার কথা ছিল, তা এবার হবে ২৭ অগাস্ট। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA NET 2024) এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। এই বিজ্ঞপ্তি দেখতে আপনি চাইলে এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট nta.ac.in অথবা ugcnet.nta.ac.in-এ যেতে পারেন।
কেন বদল হল পরীক্ষার সূচি
২৬ অগাস্ট তারিখে ইউজিসি নেটের যে পরীক্ষার দিন ঘোষণা হয়েছিল আগে, সেই দিন বদলে দেওয়া হয়েছে। কারণ এই বছর ২৬ অগাস্ট পরেছে জন্মাষ্টমী আর সেই দিন সারা ভারতেই সরকারি ছুটি থাকবে। ফলে ২৬ অগাস্টের বদলে সেই দিনের পরীক্ষা হবে পরের দিন অর্থাৎ ২৭ অগাস্ট। মূলত সিবিটি মোডে অর্থাৎ কম্পিউটার বেসড মোডেই নেওয়া হবে এই পরীক্ষা।
পরীক্ষার কী সূচি দেওয়া হয়েছে
আগেই একটি বিজ্ঞপ্তিতে স্পষ্টই বলা হয়েছিল যে, ইউজিসি নেট জুন সার্কলের পরীক্ষা বাতিল হওয়ার পরে তা আরও একবার আয়োজন করা হবে। আবার পরীক্ষার্থীদের দিতে হবে ইউজিসি নেট। আর তাই আগামী ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ইউজিসি নেট সারা দেশ জুড়ে। এর মধ্যে ২৬ অগাস্টের দিনটি বদলে করা হয়েছে ২৭ অগাস্ট। তবে বাকি পরীক্ষার সূচি ও সময়ে কোনও বদল আনা হয়নি।
অ্যাডমিট কার্ডও প্রকাশ্যে এসেছে
গতকাল পর্যন্ত অ্যাডমিট না বেরোলেও আজ সকালেই ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে ইউজিসি নেট পরীক্ষার্থীদের জন্য আগে থেকেই অ্যাডমিট কার্ড বা ইন্টিমেশন স্লিপ প্রকাশ করা হয়েছে। তবে এই ইন্টিমেশন স্লিপ শুধুমাত্র ২১ অগাস্ট থেকে ২৩ অগাস্টের পরীক্ষা তিনটির জন্য। বাকি পরীক্ষাগুলির জন্য কোনও অ্যাডমিট কার্ড বা ইন্টিমেশন স্লিপ প্রকাশ্যে আসেনি। এই ইন্টিমেশন স্লিপের মাধ্যমেই পরীক্ষার্থীরা জানতে পারবেন যে কোন শহরে কোথায় তাদের পরীক্ষাকেন্দ্র পড়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Cognizant: ২১ হাজার টাকা বেতন ! চাকরির বিজ্ঞপ্তি দিতেই তুমুল ট্রোলের মুখে এই আইটি সংস্থা
Education Loan Information:
Calculate Education Loan EMI