UGC-NET Results: আগামীকাল UGC-NET- এর ফলপ্রকাশ, কোথায় দেখতে পাবেন?
National Testing Agency আগামীকাল বৃহস্পতিবার ১৩ এপ্রিল ইউজিসি-নেট- এর ফলপ্রকাশ করবে বলে ঘোষণা করেছেন ইউজিসি-র চেয়ারম্যান।
UGC NET Result 2023: আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ১৩ এপ্রিল UGC-NET- এর ফল প্রকাশিত হবে। সম্প্রতি ট্যুইট করে একথা ঘোষণা করেছেন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের চেয়ারম্যান মামিদালা জগদীশ কুমার। ugcnet.nta.nic.in - এই ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন প্রার্থীরা।
NTA will announce UGC-NET results by tomorrow. For details, you may please visit https://t.co/M3TNVmUeco
— Mamidala Jagadesh Kumar (@mamidala90) April 12, 2023
ন্যাশনাল টেস্টিং এজেন্সি গতবছর অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসে ইউজিসি-নেট পরীক্ষার আয়োজন করেছিল। মোট ৮৩টি বিষয়ে পরীক্ষা হয়েছিল পাঁচটি দফায়। আগামীকাল ইউজিসি-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পরীক্ষার ফল অর্থাৎ রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের নিয়ম অনুসারে যে প্রার্থীরা পরীক্ষায় বসেছিলেন তাঁদের মধ্যে ৬ শতাংশ প্রার্থী যাঁরা দুটো বিষয়ে পরীক্ষা দিয়েছেন এবং নূন্যতম পাশ নম্বর পেয়েছেন তাঁদের নেট উত্তীর্ণ বলে ঘোষণা করা হবে।
কিছুদিন আগে অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে চাকরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিল ইউজিসি
ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অর্থাৎ ইউজিসি'র (UGC) চেয়ারম্যান প্রফেসর এম জগদীশ কুমার জানিয়েছিলেন অ্যাসিসট্যান্ট প্রফেসরের (Assistant Professor) চাকরির জন্য পিএইচডি বাধ্যতামূলক নয়। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে UGC-HRDC বিল্ডিংয়ের উদ্বোধনে গিয়েছিলেন ইউজিসি চেয়ারম্যান। সেখানেই একথা বলেন প্রফেসর কুমার। তিনি জানিয়েছিলেন, ইউজিসি নেট যাঁরা পাশ করেছেন তাঁরা সরাসরি অ্যাসিসট্যান্ট প্রফেসরের চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তাঁরা আবেদন করতে পারবেন। এর জন্য পিএইচডি অর্থাৎ ডক্টরেট ডিগ্রি থাকার প্রয়োজনীয়তা নেই।
তবে এই নিয়ম এখনও চালু হয়নি। কারণ এখনও রেগুলার প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরের পদে যোগ দিতে গেলে পিএইচডি'র প্রয়োজনীয়তা রয়েছে। নতুন নিয়ম চালু না হলেও, তার ঘোষণা পেয়েই স্বস্তিতে রয়েছেন অনেকে। পরবর্তীকালে ইউজিসি'র সিদ্ধান্ত কোন দিকে এগোচ্ছে তা সময় জানান দেবে। নয়া নিয়মে ইউজিসি নেট পাশ করলে সেটাই অ্যাসিসট্যান্ট প্রফেসর হিসেবে যুক্ত হওয়ার মাত্রা হিসেবে নির্ধারিত হবে।
স্নাতকের পর সরাসরি পিএইচডি
Education Loan Information:
Calculate Education Loan EMI