UGC NET 2025: ডিসেম্বরের নেটের ফলাফল প্রকাশ্যে, কোন বিষয়ে কত কাট অফ উঠল ?
UGC NET 2024: গতকাল ২২ ফেব্রুয়ারি ২০২৫ ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে ডিসেম্বর সার্কলের ইউজিসি নেটের ফলাফল প্রকাশ্যে এসেছে।

UGC NET Results: দীর্ঘ সময় ধরেই ডিসেম্বরের নেটের ফলাফল নিয়ে আশায় ছিলেন পরীক্ষার্থীরা। এবার সেই আশাপূরণ হল। দীর্ঘ অপেক্ষার (UGC NET 2024) অবসান হয়েছে পরীক্ষার্থীদের। ফলাফল প্রকাশ পেয়েছে ডিসেম্বরের নেটের। ২২ ফেব্রুয়ারি সন্ধেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের ওয়েবসাইটে নেটের ফলাফল প্রকাশ করেছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে (UGC NET Results) গিয়ে সহজেই নিজের র্যাঙ্ক দেখতে পারবেন পরীক্ষার্থীরা এবং স্কোরকার্ড ডাউনলোডও করতে পারবেন। এই বছর ২০২৫ সালের শুরুতেই আয়োজিত হয়েছিল এই পরীক্ষা।
বিগত জানুয়ারি মাসে ৩, ৬, ৭, ৮, ৯, ১০, ১৬, ২১, ২৬ তারিখে সারা দেশেই ইউজিসি নেট আয়োজিত হয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে। এবার সেই পরীক্ষার ফলাফল প্রকাশ্যে, কোন বিষয়ে কত কাট অফ এসেছে তাও বিস্তারিতভাবে জানিয়েছে এনটিএ। অসংরক্ষিত, ওবিসি, ইডব্লিউএস এবং বাকি সংরক্ষিত প্রার্থীদের জন্য আলাদা আলাদা কাট অফ নম্বর প্রকাশ করা হয়েছে।
এভাবে দেখুন ইউজিসি নেটের ফলাফল
গতকাল ২২ ফেব্রুয়ারি ২০২৫ ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে ডিসেম্বর সার্কলের ইউজিসি নেটের ফলাফল প্রকাশ্যে এসেছে। যে সমস্ত পড়ুয়ারা পরীক্ষা দিয়েছিলেন তারা ugcnet.nta.ac.in –এ গিয়ে দেখতে পাবেন তাদের ফলাফল। এই ফলাফল জানার জন্য প্রার্থীর জন্ম তারিখ এবং অ্যাপ্লিকেশন নম্বর লিখতে হবে এবং তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এই পরীক্ষায় এই ডিসেম্বর সার্কলে মোট ৬ লাখ ৪৯ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। এদের মধ্যে থেকে ৫১৫৮ জন প্রার্থী পেয়েছেন জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের সুযোগ, বাকি ৪৮,১৬১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ এবং পিএইচডির জন্য। ফলাফলের সঙ্গে সঙ্গে বিষয় ভিত্তিক কাট অফ নম্বরও প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
এখানে দেখুন সমগ্র কাট অফ নম্বরের তালিকা
NET JRF-এ কী সুবিধে
ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেটে সমগ্র পরীক্ষার্থীর ৬ শতাংশ জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য নির্বাচিত হন। এই ফেলোশিপ পেলে প্রার্থীরা কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে গবেষণায় নথিভুক্ত হলে সরকারের পক্ষ থেকে বৃত্তি পান। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে উত্তীর্ণ হয়ে যে সমস্ত প্রার্থী গবেষণা করতে চান, তাদের এই জে আর এফ পাশ করা খুবই জরুরি। গবেষণার পাশাপাশি এক্ষেত্রে বৃত্তিও পাওয়া যায়।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
