UIDAI Job Vacancy: ৭ বছর অভিজ্ঞতা থাকলেই সরকারি চাকরি, কোথায় কীভাবে সুযোগ পাবেন? জেনে নিন
Job Vacancy: UIDAI জানিয়েছে তাদের দিল্লির দফতরে Deputy Manager – IT Procurement- এই পদে নিয়োগ করা হবে।
UIDAI Recruitment: চাকরি খুঁজছেন? আপনার জন্য রয়েছে সুখবর। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI নতুন নিয়োগ করছে। ট্যুইটারে তারা জানিয়েছে, UIDAI দিল্লিতে Deputy Manager – IT Procurement- এই পদে নিয়োগ করা হবে। এই পদে নিয়োগের জন্য উৎসাহী পেশাদারদের আহ্বান জানানো হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক এই চাকরি পাওয়ার জন্য যোগ্যতা কী থাকতে হবে এবং অন্যান্য খুঁটিনাটি তথ্য।
কোন পদে নিয়োগ
UIDAI জানিয়েছে তাদের দিল্লির দফতরে Deputy Manager – IT Procurement- এই পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
এই চাকরি পাওয়ার জন্য B.E/B.tech/BBA/BCA+MBA- এইসব ডিগ্রি থাকতে হবে। নূন্যতম ৭ বছরের অভিজ্ঞতা থাকলে তবেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। এই চাকরির চুক্তির মেয়াদ ৫ বছর কিংবা প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট যতদিনের চুক্তি করবেন, ততদিন নির্ভর করবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই চাকরি একটি চুক্তিভিত্তিক চাকরি। সমস্ত খুঁটিনাটি ভাল করে পড়ে নিয়ে তবেই এই চাকরির জন্য আবেদন করতে বলা হয়েছে।
#Recruitment #UIDAI is looking for passionate professionals for the position of Deputy Manager – IT Procurement at UIDAI, Delhi to strengthen its team.
— Aadhaar (@UIDAI) December 15, 2022
Please read the job description in detail before applying.
UIDAI is an equal-opportunity employer. pic.twitter.com/JPDbO5INWL
State Bank Of India: ব্যাঙ্কে চাকরি করতে চাইলে আপনার জন্য সুখবর। নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। নোটিফিকেশন অনুসারে, এসবিআইতে ৫৪টি পদে হবে নিয়োগ। এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদে আবেদন করতে প্রার্থীকে অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে আবেদন করতে হবে। নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ ২৯ ডিসেম্বর ২০২২ রাখা হয়েছে।
SBI Recruitment 2022: শূন্যপদের বিবরণ
SBI এই নিয়োগ অভিযানের আওতায় ৫৪ টি পদে নিয়োগ করছে। যার মধ্যে নিয়মিত ও চুক্তিভিত্তিক উভয় পদই অন্তর্ভুক্ত। এই বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিতে হবে।
Jobs In KMC: কলকাতা পুরসভার একাধিক পদে চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে । মেডিসিন, পেডিয়াট্রিক্স ,অপথালমোলজিস্ট ছাড়াও গাইনোকলজি বিভাগে হবে নিয়োগ।
আরও পড়ুন- গ্র্যাজুয়েশনের পরেই পিএইচডি! নতুন ঘোষণা ইউজিসি-র
Education Loan Information:
Calculate Education Loan EMI