Jobs And Recruitments: ইউনাইটেড ইন্ডিয়া ইনস্যুরেন্সে অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ, কত শূন্যপদ রয়েছে?
United India Insurance Company Limited: যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং তা পেতে হবে কোনও স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে।
Jobs And Recruitments: ইউনাইটেড ইন্ডিয়া ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডে (United India Insurance Company Limited) রয়েছে চাকরির সুযোগ। অ্যাসিসট্যান্ট (Assitant) পদে নিয়োগ করা হবে। তবে আবেদন প্রক্রিয়ার তারিখ পরিবর্তন হয়েছে। ১৬ ডিসেম্বর আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। তা শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর। ইউনাইটেড ইন্ডিয়া ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। সংস্থার তরফে জানানো হয়েছে প্রযুক্তিগত ত্রুটির কারণে আবেদন প্রক্রিয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি, ২০২৪ সাল পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। মোট ৩০০ শূন্যপদে নিয়োগ করা হবে। যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং তা পেতে হবে কোনও স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে। ২১ থেকে ৩০ বছরের মধ্যে যাঁরা রয়েছেন তাঁরা ইউনাইটেড ইন্ডিয়া ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের অ্যাসিসট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদন জমা দিতে পারবেন।
কীভাবে আবেদন জানাবেন, দেখে নিন সহজ পদ্ধতি
- প্রথমে ইউনাইটেড ইন্ডিয়া ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ uiic.co.in- এখানে যেতে হবে।
- হোমপেজে যে রিক্রুটমেন্ট লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করতে হবে।
- এরপর স্ক্রিনে নতুন একটি পেজ খুলে যাবে এবং সেখানে আবেদনকারীরা UIIC Assistant Recruitment 2023- এই লিঙ্ক দেখতে পাবেন।
- এরপর রেজিস্টার করে অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে আবেদনকারীদের।
- এবার অ্যাপ্লিকেশম ফর্ম পূরণ করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।
- এরপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে এবং পেজ ডাউনলোড করতে হবে।
- ভবিষ্যতের প্রয়োজনের জন্য প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিন অ্যাপ্লিকেশন ফর্ম।
অ্যাপ্লিকেশন ফি কত ধার্য হয়েছে
তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, সংস্থার স্থায়ী কর্মীদের জন্য ২৫০ টাকা (সার্ভিস চার্জ এবং জিএসটি সমেত) অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। অন্যদিকে বাকি আবেদনকারীদের জন্য ১০০০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ুন- রেলে শিক্ষানবিশ পদে হবে নিয়োগ, ৩ হাজারের বেশি শূন্যপদ, কারা আবেদন করতে পারবেন?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
Education Loan Information:
Calculate Education Loan EMI