(Source: ECI/ABP News/ABP Majha)
IPS Success Story : খুন হন বাবা, 'গন্ধমাদন পর্বত-প্রমাণ' বাধা কাটিয়ে মাত্র ২৩-এই IPS বজরং
Bajrang Yadav: উত্তরপ্রদেশের বস্তি জেলার এক চাষির ছেলে বজরং প্রসাদ। মাত্র ২৩ বছর বয়সেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এখন একজন সফল আইপিএস অফিসার। কী তাঁর সাফল্যের কাহিনি ?
বস্তি (উত্তরপ্রদেশ) : উত্তরপ্রদেশের বস্তি জেলার এক অখ্যাত গ্রাম গুড্ডি। সেখানকারই এক সামান্য চাষির ছেলে বজরং প্রসাদ। আজ তাঁরই দেশজোড়া জয়জয়কার। মাত্র ২৩ বছর বয়সেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এখন সফল IPS অফিসার। বাধা কম ছিল না, ছিল প্রতিকূলতাও, কিন্তু তার জন্য স্বপ্ন থমকে থাকেনি বজরংয়ের। স্বপ্নের দেশে তিনিই 'বাহুবলী'। হঠাৎ করেই একদিন খুন হয়ে যান তাঁর বাবা, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। সঙ্কটের দিনে মাথা ঠিক রেখে এগিয়ে গিয়েছেন নিজের লক্ষ্যে। পিছু হটেননি বজরং। আর আজ সেই স্বপ্নের পথে সাফল্যের ধ্বজা ওড়ালেন উত্তরপ্রদেশের বজরং প্রসাদ।
UPSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বজরংয়ের পথ খুব একটা সুগম ছিল না। ২০২০ সালে হঠাৎ করেই খুন হয়ে যান তাঁর বাবা। কারণ আজও অজানা। অথচ সমাজে প্রান্তিক মানুষদের সাহায্যের জন্যেই আজীবন কাজ করে গেছেন তিনি। বাবার খুনের ঘটনা গভীর ছাপ ফেলেছিল বজরংয়ের মনে। কিন্তু, এই গভীর শোক বজরংয়ের থেকে তার স্বপ্ন ছিনিয়ে নিতে পারেনি। বাবা মারা যাওয়ার পরেই দৃঢ় সিদ্ধান্ত নেন বজরং, তাঁকে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে, একজন সফল আইপিএস অফিসার হতেই হবে। ফলে, একইসঙ্গে একটি স্থির উদ্দেশ্যের দিকে এগিয়ে চলতে শুরু করেন বজরং প্রসাদ।
পরিবার বরাবর তাঁর স্বপ্নের পথে বজরংকে সাহায্য করে এসেছে। তাঁর পরিবারে চার ভাই, এক বোন। মা গ্রাম পঞ্চায়েতের প্রধান, আর তাঁর বোন সদ্য যোগ দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীতে। বস্তি জেলাতেই প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছিলেন বজরং প্রসাদ। তারপর মাধ্যমিক পরীক্ষা দেন কালওয়ারির লিটল ফ্লাওয়ার স্কুল থেকে। বস্তির উর্মিলা এডুকেশনাল অ্যাকাডেমি থেকে ইন্টারমিডিয়েট উত্তীর্ণ হন বজরং প্রসাদ। তারপর ২০১৯ সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে বিএসসি পাশ করেন। শুরু হয় UPSC-র জন্য প্রস্তুতি। কঠোর প্রস্তুতি। বস্তি ছেড়ে দিল্লি চলে যান বজরং। সেখানেই পড়াশোনা চলতে থাকে।
একজন আইপিএস অফিসারের মতো ক্ষমতা সাধারণ মানুষের থাকে না। আর তাই সমাজের দরিদ্র শ্রেণির মানুষের সাহায্যের জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য একজন ক্ষমতাশালী আইপিএস হতে চেয়েছিলেন বজরং প্রসাদ। বাবার মৃত্যুর ঘটনাকে মনে রেখে তাঁর এই স্বপ্নের পিছনে ছুটে গিয়েছিলেন তিনি। আজ স্বপ্ন সফল। সাফল্যের চূড়ায় বজরং প্রসাদ। ২০২২ সালে ইউপিএসসি পরীক্ষায় ৪৫৪তম স্থান অধিকার করেন তিনি। আর তার ফলেই মাত্র ২৩ বছরে ইউপিএসসি উত্তীর্ণ হয়ে তিনিই হয়ে ওঠেন দেশের সর্বকনিষ্ঠ আইপিএস। আইপিএস বজরং প্রসাদ।
আরও পড়ুন: 'মোটা মাইনে'র কর্পোরেট-বাবুও লজ্জায় লাল হবেন এই ফুচকাওয়ালার আয় শুনে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI