UPSC Marksheet 2020 প্রকাশিত, কীভাবে দেখবেন মার্কশিট ?
প্রকাশিত ২০২০ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসের মার্কশিট (UPSC Marksheet 2020)। সিভিল সার্ভিস মেনস পরীক্ষার (CSE Mains Examination) উত্তীর্ণ ও অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের আলাদা মার্কশিট প্রকাশ করেছে কমিশন।
নয়াদিল্লি: প্রকাশিত হল ২০২০ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসের মার্কশিট (UPSC Marksheet 2020)। সিভিল সার্ভিস মেনস পরীক্ষার (CSE Mains Examination) উত্তীর্ণ ও অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের আলাদা মার্কশিট প্রকাশ করেছে কমিশন। যে সব চাকরিপ্রার্থীরা পরীক্ষায় বসেছিলেন, তাঁরা ইউপিএসসি-র অফিশিয়াল ওয়েবসাইট www.upsc.gov.in-এ গিয়ে মার্কশিট দেখতে পারবেন।
সিভিল সার্ভিসে প্রথম স্থান অধিকারী করেছেন শুভম কুমার। তিনি পেয়েছেন ১০৫৪ নম্বর।খুব একটা পিছিয়ে নেই দ্বিতীয় স্থান অধিকারী জাগৃতি অবস্থি। তাঁর প্রাপ্ত নম্বর ১০৫২। মেধা তালিকার ভিত্তিতে মেয়েদের মধ্যে UPSC Civil Service-এ শীর্ষে রয়েছেন তিনি। দেশের এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় তৃতীয় স্থান পেয়েছেন অঙ্কিতা জৈন। তাঁর মোট নম্বর ১০৫১।
গত ২৪ সেপ্টেম্বর UPSC Civil Service-এর ফল প্রকাশিত হয়। যাতে ৭৬১জনকে নিয়োগের কথা বলা হয়। প্রভিশনাল হিসাবে রাখা হয়েছে ১৫১জনকে। এবার পরীক্ষার ফলে প্রথম ২০ জনের মেধা তালিকায় ছেলে ও মেয়েদের সংখ্যা সমান। ২০ জনের মেধা তালিকায় ১০ জন ছেলে ও ১০জন মেয়ে রয়েছেন।
পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করেছেন আইআইটি বম্বের (IIT Bombay)ছাত্র শুভম কুমার। দেশের এই নাম করা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক B Tech (Civil Engineering) করেছেন শুভম। বিহারের কাটিহারের বাসিন্দা শুভম বর্তমানে পুণের ন্যাশনাল অ্যাকাডেমি ফর ডিফেন্স ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট (NADFM)-এ প্রশিক্ষণ নিচ্ছেন। ২০১৯ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় সিলেক্ট হওয়াপর পর Indian Defence Accounts Service (IDAS) এ যোগ দেন তিনি।
SBI SCO Recruitment 2021: স্টেট ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ, ম্যানেজার-এক্জিকিউটিভ পদে নিয়োগ শুরুআরও পড়ুন : Chittaranjan Locomotive Recruitment: চিত্তরঞ্জন লোকোমোটিভে প্রচুর পদে নিয়োগ, ৩ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন
Education Loan Information:
Calculate Education Loan EMI