UPSC Prelims Result 2023: UPSC সিভিল সার্ভিসেস প্রিলিমসের ফল প্রকাশিত, পাশ করেছেন ১৪৬২৪ জন পরীক্ষার্থী
UPSC Civil Services: UPSC সিভিল সার্ভিসেস প্রিলিম পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
UPSC Civil Services: UPSC সিভিল সার্ভিসেস প্রিলিম পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) আজ সিভিল সার্ভিসের প্রিলিমস ২০২৩ পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে৷ প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট – upsc.gov.in-এ গিয়ে ফলাফল দেখতে পারেন।
চলতি বছরে প্রিলিমিনারি পরীক্ষা ২৮ মে অনুষ্ঠিত হয়েছিল। কমিশন মোট ১৪৬২৪ প্রার্থীর সুপারিশ করেছে। যারা যোগ্যতা অর্জন করেছে তারা এখন ১৫ সেপ্টেম্বরের মেইনস জন্য প্রস্তুতি নেবে। সিভিল সার্ভিসের পাশাপাশি কমিশন ইন্ডিয়া ফরেস্ট সার্ভিসেস পরীক্ষার ফলাফলও ঘোষণা করেছে।
পরীক্ষার নিয়ম অনুসারে এই সব প্রার্থীদের সিভিল সার্ভিসেস (মেইন) পরীক্ষা, 2023-এর জন্য বিশদ আবেদনপত্র-I (DAF-I) এ আবার আবেদন করতে হবে। DAF পূরণের তারিখ ও গুরুত্বপূর্ণ নির্দেশাবলী জমা দেওয়ার সময় ঘোষণা করা হবে।
যোগ্য প্রার্থীদের সিএসইতে ছয়বার চেষ্টা করার অনুমতি দেওয়া হয়। তবে নিয়ম অনুসারে এসসি ও এসটি বিভাগের প্রার্থীদের সীমাহীন প্রচেষ্টার অনুমতি দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে ওবিসি প্রার্থীরা ৯ বার এই পরীক্ষায় চেষ্টা করতে পারেন। সাধারণ ও EWS বিভাগের PwBD প্রার্থীদেরও ৯বার অনুমতি দেওয়া হয়েছে।
Education Loan Information:
Calculate Education Loan EMI