UPSC Recruitment 2021: প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, এই যোগ্যতা থাকলেই করুন আবেদন
UPSC Recruitment 2021: ইচ্ছুক চাকরিপ্রার্থীরা উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারবেন। আগামী ২৮ অক্টোবর আবেদনের শেষ তারিখ।
নয়াদিল্লি: ডেটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট থেকে প্রাইভেট সেক্রেটারি-প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে Union Public Service Commission (UPSC)। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারবেন। আগামী ২৮ অক্টোবর আবেদনের শেষ তারিখ।
কোন পদে কত নিয়োগ
DATA PROCESSING ASSISTANT – 01
PRIVATE SECRETARY – 01
SENIOR GRADE OF IIS – 20
JUNIOR TIME SCALE (JTS) – 29
YOUTH OFFICER – 05
শিক্ষাগত যোগ্যতা
নির্দিষ্ট পদের ভিত্তিতে ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রিপ্রাপ্ত হতে হবে চাকরিপ্রার্থীকে। এই বিষয়ে বিশদে জানতে https://www.upsconline.nic.in-এ দেখতে হবে আবেদনকারীকে।
বয়স সীমা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে JTS-এর জন্য বয়সের সীমা ৫ বছর শিথিল করা হয়েছে। এই ক্যটিগরির কোনও ব্যক্তির ৩৫ বছরের মধ্যে বয়স হলে তিনি আবেদন করতে পারবেন।
আবেদনের ফি
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ২৫ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। অনলাইনে চাইলে এই ফি জমা দিতে পারেন আবেদনকারী।সেই ক্ষেত্রে ডেবিট বা ক্রেডিট কার্ড বা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই টাকা জমা দেওয়া যেতে পারে। প্রয়োজনে SBI-এর শাখা থেকেও নগদে এই ফি জমা দিতে পারবেন চাকরিপ্রার্থী। তবে SC/ST/PwBD/Women-দের জন্য কোনও আবেদনের ফি জমা দিতে হবে না।
কীভাবে আবেদন করবেন ?
চাকরিপ্রার্থীদের উপযুক্ত যোগ্যতার প্রামাণ্য নথি দিয়ে আগামী ২৮ অক্টোবরের মধ্যে https://www.upsconline.nic.in-এ আবেদনপত্র জমা দিতে হবে। সেখানে রেজিস্ট্রেশন স্লিপের প্রিন্ট আউট রাখতে হবে নিজের কাছে।
Official website of Union Public Service Commission (UPSC) — https://www.upsconline.nic.in
আরও পড়ুন: MSCWB recruitment 2021: রাজ্যে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন আবেদনের শেষ তারিখ
আরও পড়ুন: South Central Railway Recruitment 2021: রেলে চাকরির সুবর্ণ সুযোগ, প্রচুর পদ খালি
Education Loan Information:
Calculate Education Loan EMI