WB HS Results 2020: ‘ভবিষ্যৎ তোমাদের জন্য অপেক্ষা করছে’, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
HS Results 2020, CM Mamata Banerjee Wishes Students: প্রকাশিত হল এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার পাশের হারে রেকর্ড। ছাত্রদের পাসের হার ৯০.৪৪%, ছাত্রীদেরও ৯০ শতাংশের বেশি পাস।কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া,হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, কালিম্পং-এ ভাল রেজাল্ট।উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩।
কলকাতা: প্রকাশিত হল এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার পাশের হারে রেকর্ড। ছাত্রদের পাসের হার ৯০.৪৪%, ছাত্রীদেরও ৯০ শতাংশের বেশি পাস।কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া,হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, কালিম্পং-এ ভাল রেজাল্ট।উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩।পাস করেছেন ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ পরীক্ষার্থী।৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৩০ হাজারের বেশি। ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছেন ৮৪ হাজার ৭৪৬।উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯।
উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘ভবিষ্যৎ তোমাদের জন্য অপেক্ষা করছে। সুন্দর জীবনের পথে আরও একধাপ এগোল ছাত্র-ছাত্রীরা।’
পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর।
মাধ্যমিকের মতো wb12.abplive.com-এ ক্লিক করলেই জানা যাচ্ছে ফল। বিকেল চারটে থেকে wb12.abplive.com ওয়েবসাইটে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মার্কশিটের প্রতিলিপি মিলছে। সংসদ আগেই জানিয়েছে, প্রয়োজনে মার্কশিটের রেপ্লিকা ডাউনলোড করা যাবে।
করোনা আবহে যেহেতু সব পরীক্ষা হয়নি, তাই সিবিএসই, আইএসসি-র মতো প্রকাশিত হয়নি মেধাতালিকা। দু’সপ্তাহ পর ৩১ জুলাই মার্কশিট দেওয়া হবে। ওই দিন দুপুর দুটোয় বিভিন্ন বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলিকে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া শুরু হবে। সামাজিক দূরত্ব মেনে স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন অভিভাবক কিংবা পরীক্ষার্থীরা।
সংসদের ওয়েবসাইটেই মিলছে মার্কশিটের প্রতিলিপি। যেখানে থাকছে বিষয় ভিত্তিক লিখিত পরীক্ষার নম্বর। প্র্যাক্টিকাল বা প্রোজেক্টের নম্বর। মোট প্রাপ্ত নম্বর। মার্কশিটে রয়েছে পার্সেন্টাইলও।
Education Loan Information:
Calculate Education Loan EMI