Madhyamik Result Live Updates: পাশের হারে সর্বকালীন রেকর্ড, ১০০ শতাংশ পাশের হার মাধ্যমিকে | http://wb10.abplive.com/
WBBSE Madhyamik Class 10 Result 2021 live updates : সকাল ১০টা থেকে ফল জানতে চোখ রাখুন wb10.abplive.com-এ

Background
কলকাতা: আজ মাধ্যমিকের (Madhyamik Result 2021) ফলপ্রকাশ। বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের (Uccha Madhyamik 2021)। করোনা আবহে এবছর, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, দুটি পরীক্ষাই বাতিল হয়ে যায়। পরীক্ষার্থীদের বিগত পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে, ফল প্রকাশ করা হচ্ছে।
মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২০ জুলাই, অর্থাত্ মঙ্গলবার সকাল ৯টায়, আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। সকাল ১০টা থেকে ফল জানা যাবে ওয়েবসাইটে। এবছরও, wb10.abplive.com-এই ওয়েবসাইট মারফত ফল জানা যাবে।
এবার যেহেতু পরীক্ষা হয়নি, তাই পরীক্ষার্থীদের হাতে পৌঁছয়নি অ্যাডমিট কার্ড। তাই, রোল নম্বর নয়, রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলেই ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। মঙ্গলবারই, পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট (Madhyamik Admit Card 2021) বিলি করা হবে স্কুলগুলিকে। এদিনই স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে।তবে, কোভিড (Covid19) পরিস্থিতিতে, পরীক্ষার্থী নয়, অভিভাবকদের হাতে দেওয়া হবে মার্কশিট।
পর্ষদ জানিয়েছে, সংশ্লিষ্ট পরাক্ষার্থীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট (Madhyamik Registration Certificate) দেখিয়ে, অভিভাবকদের মার্কশিট সংগ্রহ করতে হবে।
অন্যদিকে, ২২শে জুলাই, অর্থাত্, বৃহস্পতিবার, দুপুর ৩টেয় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। বিকেল ৪টে থেকে ওয়েবসাইট মারফত ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। বিগত বছরের মতো এবারও পরীক্ষার্থীরা wb12.abplive.com ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। এক্ষেত্রেও রেজিস্ট্রেশন নম্বর দিয়েই ওয়েবসাইটে (wbbse.wb.gov.in) ফল দেখা যাবে। উচ্চমধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ফলপ্রকাশের পরদিন, অর্থাত্, আগামী ২৩ জুলাই, স্কুল থেকে মিলবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। সেদিনই মার্কশিট সার্টিফিকেটের সঙ্গে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে।
এবছর, মাধ্যমিক (WBBSE) ও উচ্চমাধ্যমিকে (WBCHSE) মেধাতালিকা পরম্পরায় ছেদ পড়ছে। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, যেহেতু কোনও পরীক্ষাই হয়নি, তাই আনুষ্ঠানিকভাবে মেধা তালিকা প্রকাশ করা হবে না।
Madhyamik Result 2021 Live: পাশের হারে সর্বকালীন রেকর্ড, ১০০ শতাংশ পাশের হার মাধ্যমিকে
পাশের হারে সর্বকালীন রেকর্ড, ১০০ শতাংশ পাশের হার মাধ্যমিকে। জানালেন পর্ষদ সভাপতি কল্যাণ গঙ্গোপাধ্যায়
Madhyamik Result 2021 Live Updates: আজই পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিলি করা হবে স্কুলগুলিকে
আজই পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিলি করা হবে স্কুলগুলিকে























