WBPSC Jobs 2022: রাজ্যে টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি জারি, এঁরা করতে পারবেন আবেদন
PSCWB Recruitment 2022: রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন (Public Service Commission, West Bengal) টিচিং স্টাফের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।
PSCWB Recruitment 2022: রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন (Public Service Commission, West Bengal) টিচিং স্টাফের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আপনি যদি সরকারি চাকরি খুঁজে থাকেন তাহলে এটাই হতে পারে সুবর্ণ সুযোগ। আপনি আগ্রহী হলে নিয়োগ সংক্রান্ত বিবরণ নিচে দেওয়া হয়েছে।
WBPSC Jobs 2022: এই আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ
৯ জুলাই ২০২২
আবেদন শেষের তারিখ
১ অগাস্ট ২০২২
PSCWB Recruitment 2022: জেনে নিন এই বিষয়গুলি
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন করছে এই নিয়োগ। সেই ক্ষেত্রে
টিচিং স্টাফ পদে নেওয়া হবে প্রার্থী। চাকরির ক্ষেত্রে আসনসোলে যেতে হবে চাকরিপ্রার্থীদের।
WBPSC Jobs 2022: কোন পদে কত নিয়োগ ?
Principal 01
Professor-cum-vice Principal 01
Associate Professor 02
Assistant Professor 03
Tutor 10
Total 17
পোস্টের নাম- প্রিন্সিপাল
WBPSC Jobs 2022: শিক্ষাগত যোগ্যতা
একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং-এ (M.Sc.)-তে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে চাকরিপ্রার্থীর। সঙ্গে M.Sc অর্জনের পর ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। ভারতীয় নার্সিং কাউন্সিল ও যেকোনও রাজ্য নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত স্কুল অফ নার্সিং বা কলেজ অফ নার্সিং থেকে ডিগ্রি থাকতে হবে চাকরিপ্রার্থীর। সঙ্গে নার্সিং ও প্রশাসনিক অভিজ্ঞতার একটি কলেজে ন্যূনতম ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
Professor-cum-vice Principal
শিক্ষাগত যোগ্যতা: একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি (M.Sc.) ও M.Sc অর্জনের পর ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। ভারতীয় নার্সিং কাউন্সিল ও যেকোনও রাজ্য নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত স্কুল অফ নার্সিং বা কলেজ অফ নার্সিং থেকে ডিগ্রি ও নার্সিং কলেজে ন্যূনতম ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
Associate Professor
একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি (M.Sc.) ও M.Sc অর্জনের পর ৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। ভারতীয় নার্সিং কাউন্সিল ও রাজ্য নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত স্কুল অফ নার্সিং বা কলেজ অফ নার্সিং থেকে উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীদের। নার্সিং কলেজে ন্যূনতম ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।
Assistant Professor
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি (M.Sc.) ও M.Sc-র পর ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর। ভারতীয় নার্সিং কাউন্সিল ও রাজ্য নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত স্কুল অফ নার্সিং বা কলেজ অফ নার্সিং ও নার্সিং কলেজে ন্যূনতম ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে৷
Tutor
কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি (M.Sc.) বা নার্সিংয়ে স্নাতক ডিগ্রি (B.Sc.) ও স্বীকৃত একটি স্কুল অফ নার্সিং বা কলেজ অফ নার্সিং-এ ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর। এ ছাড়াও ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল।
WBPSC Jobs 2022: বয়সসীমা
Principal 55 years
Professor-cum-vice Principal 50 years
Associate Professor 50 years
Assistant Professor 36 years
Tutor 36 years
WBPSC Jobs 2022: কীভাবে আবেদন করবেন ?
উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট www.wbpsc.gov.in এর মাধ্যমে আবেদন করতে পারেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI