Madhyamik 2023 : বেজে গেল দামামা, আগামী বছরের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ
West Bengal Board if Secondary Education : মধ্যশিক্ষা পর্ষদের পক্ষে নির্দেশিকায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির বাকি সামেটিভ পরীক্ষা কবে হবে, জানিয়ে দেওয়া হয়েছে সেটাও।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : চলতি বছরের মাধ্যমিক (Madhyamik Exam 2022) পরীক্ষা শেষ হয়েছে মার্চের মাঝামাঝি। এরই মধ্যে বেজে গেল আগামী বছরের মাধ্যমিকের (Madhyamik Exam 2023) দামামা। বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশিত হল।
মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২০২৩ সালের মাধ্যমিকের টেস্ট চলতি বছরের ১৭ নভেম্বরের আগে নেওয়া যাবে না। টেস্ট শেষ করতে হবে ৩০ শে নভেম্বর এর মধ্যে। পাশাপাশি, ষষ্ঠ থেকে দশম শ্রেণির বাকি সামেটিভ পরীক্ষা কবে হবে, জানিয়ে দেওয়া হয়েছে সেটাও। নির্দেশিকা অনুযায়ী, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রথম সামেটিভ (first summative Evaluation) হবে চলতি বছরের ৭মে এর মধ্যে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর দ্বিতীয় সামেটিভ মূল্যায়ন (second summative evaluation) হবে চলতি বছরের ২০ অগাস্ট এর মধ্যে। আর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তৃতীয় সামেটিভ মূল্যায়ন (third summative evaluation) চলতি বছরের ২৫ শে নভেম্বরের আগে শুরু করা যাবে না। শেষ করতে হবে ৭ ডিসেম্বরের মধ্যে। রাজ্যজুড়ে স্কুলের পরীক্ষার নির্ঘণ্ট ও এমনই বিজ্ঞপ্তি দিয়ে জানালো মধ্যশিক্ষা পর্ষদ।
একঝলকে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা-
২০২৩ সালের মাধ্যমিকের টেস্ট-
- চলতি বছরের ১৭ নভেম্বরের আগে নেওয়া যাবে না।
- টেস্ট শেষ করতে হবে ৩০ শে নভেম্বর এর মধ্যে।
ষষ্ঠ থেকে দশমের সিমেটিভ
- ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রথম সামেটিভ হবে চলতি বছরের ৭মে এর মধ্যে।
- ষষ্ঠ থেকে দশম শ্রেণীর দ্বিতীয় সামেটিভ মূল্যায়ন হবে চলতি বছরের ২০ অগাস্ট এর মধ্যে।
- ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তৃতীয় সামেটিভ মূল্যায়ন চলতি বছরের ২৫ শে নভেম্বরের আগে শুরু করা যাবে না। শেষ করতে হবে ৭ ডিসেম্বরের মধ্যে।
আরও পড়ুন- কোন কোন অংশগুলোতে জোর দিলেই বেশি নম্বর? রইল উচ্চমাধ্যমিকের বায়োলজির লাস্ট মিনিট সাজেশন
Education Loan Information:
Calculate Education Loan EMI