(Source: ECI/ABP News/ABP Majha)
WB Madhyamik Result 2021: রেজিস্ট্রেশন নম্বর ও ডেট অফ বার্থ দিলেই জানা যাবে মাধ্যমিকের ফল, দেখে নিন কীভাবে
১০ অঙ্কের রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিলেই wb10.abplive.com থেকে দেখা যাবে মাধ্যমিকের ফল।
কলকাতা : জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশ, কিছুটা টেনশন সঙ্গী হওয়া স্বাভাবিক। পড়ুয়া থেকে অভিভাবক সকলের ফলাফল দেখার ক্ষেত্রে যাতে চিন্তামুক্তি ঘটে, সেই কথা মাথায় রেখেই এবারে আমাদের ওয়েবসাইটেও মাধ্যমিকের ফলাফল দেখার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। wb10.abplive.com ওয়েবসাইটে এসে শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর ও ডেট অফ বার্থ (জন্মতারিখ) দিলেই জানা যাবে মাধ্যমিকের ফল।
একঝলকে মাধ্যমিকের ফলাফল দেখার পদ্ধতি-
- প্রথমে wb10.abplive.com ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
- ক্লিক করুন এই লিঙ্কে
- এরপর ১০ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
- তারপর দিতে হবে ডেট অফ বার্থ।
এবারে করোনা আবহের জেরে মাধ্যমিক পরীক্ষা হয়নি। তাই স্বাভাবিকভাবে কোনও ছাত্রছাত্রী অ্যাডমিট হাতে পায়নি। রোল নম্বর কেউ জানে না। তাই রেজিস্ট্রেশন ও জন্মতারিখ দিয়েই এবারে নম্বর জানতে পারবে পরীক্ষার্থীরা। এদিনই পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিলি করা হবে স্কুলগুলিকে। এদিনই স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে। তবে, কোভিড পরিস্থিতিতে পরীক্ষার্থী নয় অভিভাবকদের হাতে দেওয়া হবে মার্কশিট। পর্ষদ জানিয়েছে, সংশ্লিষ্ট পরাক্ষার্থীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখিয়ে, অভিভাবকদের মার্কশিট সংগ্রহ করতে হবে।
এদিকে, এবারের মাধ্যমিকে পাসের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে উত্তীর্ণ হয়েছেন ১০০ শতাংশ পরীক্ষার্থী। প্রথম হয়েছেন ৭৯ জন। সকলের প্রাপ্ত নম্বর ৬৯৭। জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯। তাঁরা সবাই পাস করেছেন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৯০ শতাংশ পরীক্ষার্থী। এ বছর ছাত্রীর সংখ্যা ছিল দেড় লক্ষের বেশি।
নবমের মার্কশিট, দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে মাধ্যমিকের ফলাফল তৈরি হয়েছে। ৫০-৫০ শতাংশ হারে ২০২১-এর মাধ্যমিকের মার্কশিট দেওয়া হয়েছে। নবম শ্রেণীর মার্কশিট ও দশম শ্রেণীর অভ্যন্তরীন মূল্যায়ণকে সমান গুরুত্ব দিয়ে মার্কশিট তৈরি হয়েছে। পাশাপাশি পর্ষদের তরফে জানানো হয়েছে, ফলাফলে সন্তুষ্ট না হলে পরীক্ষায় বসার সুযোগ রয়েছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে। তবে পরীক্ষায় বসলে সেক্ষেত্রে এই ফলাফলের বদলে পরীক্ষায় বসে প্রাপ্ত নম্বরই গ্রাহ্য হবে।
সরাসরি সব আপডেট-
Education Loan Information:
Calculate Education Loan EMI