West Bengal PSC Jobs: রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি জারি, এই পদগুলিতে হবে নিয়োগ
West Bengal PSC Jobs: অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, প্রিন্সিপ্যাল অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে West Bengal Public Service Commission (WBPSC)।
Public Service Commission (WBPSC): রাজ্যে বহু পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন(PSCWB)। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
West Bengal PSC Jobs: সব মিলিয়ে ১২টি পদে হবে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, প্রিন্সিপ্যাল অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে West Bengal Public Service Commission (WBPSC)। এই পদে চাকরি অস্থায়ী হলেও এর স্থায়ীকরণ হতে পারে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অনলাইনে
রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন।
ASSISTANT DIRECTOR OF INDUSTRIAL TRAINING/ PRINCIPAL OF INDUSTRIAL TRAINING INSTITUTES
No. of Posts: 12
West Bengal PSC Jobs: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়াও স্নাতক উত্তীর্ণ হওয়ার পর ১ বছরের কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও চাকরিপ্রার্থীকে বাংলা ভাষা বলতে ও লিখতে জানতে হবে। তবে যাদের মাতৃভাষা নেপালি, সেই প্রার্থীদের ক্ষেত্রে এই যোগ্যতা প্রয়োজন নেই।
Public Service Commission (WBPSC): বয়স সীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ৩৭ বছরের বেশি হলে হবে না। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট দেখতে হবে।
West Bengal PSC Jobs : কীভাবে আবেদন করবেন
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কেবল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই পদে অনলাইনে আবেদন করতে পারবেন - https://wbpsc.gov.in 01/02/2022 তারিখ থেকে 21/02/2022 পর্যন্ত আবেদন করা যাবে।
Official website of West Bengal Public Service Commission (WBPSC) — https://wbpsc.gov.in
আরও পড়ুন : KMC Jobs 2022: কলকাতা পুরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Education Loan Information:
Calculate Education Loan EMI