WBJEE 2023 : ২৬তম দিনে ফলপ্রকাশ রাজ্য জয়েন্টের, একই স্কুল থেকে প্রথম ও দ্বিতীয়
State Joint Update : এবার ৩০ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়েছিল। ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯১, ৯৭৪।
কলকাতা : ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের। পশ্চিমবঙ্গে জয়েন্টে প্রথম হল মহম্মদ সাহিল আখতার।
দ্বিতীয় স্থানে রয়েছে সোহম দাস। প্রথম ও দ্বিতীয়, দু'জনেই দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কের ছাত্র।
এবার ৩০ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়েছিল। ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯১, ৯৭৪। ৩২, ৯৪৪ ছাত্রী পরীক্ষা দিয়েছিল। রূপান্তরকামী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ জন। পরীক্ষায় বসেছিল ৯৭, ৫২৪ জন। আজ, ২৬ তম দিনে তার ফলপ্রকাশ হল। সফল হয়েছে ৯৬,৯১৩ জন। সাফল্যের হার ৯৯.০৪ শতাংশ। ৬৯,৫৬০ জন আমাদের রাজ্যের পরীক্ষার্থী
- প্রথম হয়েছে মহম্মদ সাহিল আখতার। সে দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের ছাত্র। CBSE বোর্ড।
- দ্বিতীয় হয়েছে সোহম দাস। প্রথম ও দ্বিতীয়, দু'জনেই রুবি পার্ক দিল্লি পার্বলিক স্কুলের ছাত্র।
- তৃতীয় হয়েছে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সারা মুখোপাধ্য়ায়।
- চতুর্থ সৌহ্রার্দ্য দণ্ডপট মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র।
- পঞ্চম হয়েছে অয়ন গোস্বামী। সে দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্র।
- ষষ্ঠ স্থানে রয়েছে অরিত্র অম্বুধ দত্ত। সোদপুরের নারায়ণা স্কুলের ছাত্র।
- সপ্তম হয়েছে কিন্তন সাহা। সে কোটার মা ভারতী সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র।
- অষ্টম সাগ্নিক নন্দী বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র।
- নবম রক্তিম কুণ্ডু কোটার দিশা ডেলফি পাবলিক স্কুলের ছাত্র।
- শ্রী রাজ চন্দ্র হয়েছে দশম। সে হোলি অ্যাঙ্গেলস স্কুলের ছাত্র।
সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
Congratulations to the West Bengal Joint Entrance Examination 2023 toppers and successful candidates from West Bengal and all over the country.
— Mamata Banerjee (@MamataOfficial) May 26, 2023
I am extremely happy that 53% of total successful candidates are from West Bengal Council of Higher Secondary Education.
This year…
প্রসঙ্গত, গত পরশু প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিকের ফল। মেধা তালিকায় প্রথম দশে জায়গা করে নেয় ৮৭ জন। এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। শতকরার হিসেবে পেয়েছে ৯৯.২ শতাংশ।
এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। উত্তীর্ণ হয় ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। পাসের হার ৮৯.২৫ শতাংশ। পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। দশম স্থানে রয়েছে কলকাতা। হুগলি থেকে সবথেকে বেশি ১৮ জন জায়গা করে নেয় মেধা তালিকায়।
Education Loan Information:
Calculate Education Loan EMI