Lok Sabha Poll 2024: ভোটের আগেই ১ মার্চ রাজ্যে ১০০ কেন্দ্রীয় কোম্পানি
Centra Force Lok Sabha Poll: ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী...

কলকাতা: ভোটের আগেই ১ মার্চ রাজ্যে ১০০ কেন্দ্রীয় কোম্পানি (Central Force)। ৭ মার্চ আসছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশনের ফুল বেঞ্চের আগেই আসছে কেন্দ্রীয় বাহিনী। ৩ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সন্দেশখালি নিয়ে প্রতিদিনের রিপোর্ট তলবের মধ্যেই আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী।
লোকসভা ভোটে গোটা দেশের মধ্য়ে বাংলার জন্যই সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইল জাতীয় নির্বাচন কমিশন। ৯২০ কোম্পানি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়ে এই সংখ্য়ক বাহিনী চেয়েছে কমিশন। বাংলার পর দ্বিতীয়স্থানে রয়েছে জম্মু কাশ্মীর। কিছুদিন বাদেই লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে যাবে।তৃণমূল হোক কিংবা বিজেপি, সিপিএম হোক বা কংগ্রেস, প্রত্য়েকটি দল নিজের মতো করে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। তোড়জোড় শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনও। অত্য়ন্ত তাৎপর্যপূর্ণভাবে লোকসভা ভোটে গোটা দেশের মধ্য়ে বাংলার জন্যই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইল জাতীয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে, লোকসভা ভোটে বাংলায় তারা ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায়।
ইঙ্গিতপূর্ণ বিষয় হল, বাংলার পরেই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী জঙ্গি উপদ্রুত জম্মু কাশ্মীরের জন্য় চেয়েছে জাতীয় কমিশন।৬৩৫ কোম্পানি।দেশের সবচেয়ে বেশি লোকসভা আসন যে রাজ্য়ে, বাংলার প্রায় দ্বিগুণ, সেই উত্তরপ্রদেশের জন্য়ও বাংলার চেয়ে কম কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন। ২৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।মাওবাদী উপদ্রুত ছত্তীসগঢ়ের জন্য় চেয়েছে ৩৬০ কোম্পানি।হিংসা বিধ্বস্ত মণিপুরের জন্য কমিশন চেয়েছে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুন, আগামীকাল রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, বড় বার্তা হাওয়া অফিসের
অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রায় ৯২ হাজার কেন্দ্রীয় বাহিনী লোকসভা ভোটের সময় পশ্চিমবঙ্গে থাকতে পারে। গত লোকসভা নির্বাচনে বাংলায় মোতায়েন করা হয়েছিল ৭৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ সেই হিসাবে দেখলে, এবার প্রায় ২০০ কোম্পানির কাছাকাছি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন করার পরিকল্পনা রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের।।
যদিও, নির্বাচনের দিনক্ষণ যেহেতু এখনও ঘোষিত হয়নি, তাই বাংলায় কত দফায় ভোট হবে, তা এখনই বলা সম্ভব নয়।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)





















