এক্সপ্লোর
আউশগ্রামে তৃণমূল নেতার বাড়িতে বোমা ফেটে জখম ২

বর্ধমান: বর্ধমানের আউশগ্রামে তৃণমূল নেতার বাড়িতে বোমা ফেটে জখম পরিবারের দুই সদস্য। খোঁজ মেলেনি তৃণমূল নেতার। গতকাল জয়কৃষ্ণপুরে তৃণমূলের আউশগ্রাম ১ নম্বর ব্লকের সহ-সভাপতি আকবর আলি শেখের বাড়িতে বোমা ফাটে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় বাড়ির ছাদ। জখম হন তৃণমূল নেতার স্ত্রী ও পুত্রবধূ। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিপিএমের অভিযোগ, সন্ত্রাস সৃষ্টির জন্যই ভোটের আগে তৃণমূল নেতার বাড়িতে বোমা মজুত করা হয়েছিল। যদিও তৃণমূলের দাবি, এলাকায় সিপিএমের মিছিল থেকে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়।
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন

















