Abhishek Banerjee: দিল্লিতে অখিলেশের বাড়ি অভিষেক! বাইরে এসে আপ্যায়ন খোদ সপা প্রধানের
Akhilesh Yadav: উত্তরপ্রদেশে বিজেপির বিজয়রথ থামিয়ে দেওয়ার কৃতিত্ব অখিলেশ যাদবকেই দিচ্ছেন রাজনীতির বিশেষজ্ঞরা। আর বাংলার ক্ষেত্রে সেই কৃতিত্ব অভিষেকের জন্যই।
কৃষ্ণেন্দু অধিকারী, নয়া দিল্লি: দিল্লিতে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেকের সঙ্গে অখিলেশের বাড়িতে ডেরেক ও'ব্রায়েনও। ভোটের ফল প্রকাশের পর বিরোধী শিবিরে তৎপরতা তুঙ্গে
গতকাল খাড়গের বাড়িতে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত বিরোধী আসনে বসবে I.N.D.I.A.
এদিন তাঁর বাড়ির সামনে অভিষেক গাড়ি থেকে নেমে, বাড়িতে ঢুকতেই নিজে দরজার কাছে এগিয়ে এসে আপ্যায়ন করেন অখিলেশ যাদব। নিয়ে যান ভিতরে। ডেরেক ও ব্রায়েন এসেও কোলাকুলি করেন অখিলেশের সঙ্গে।
ইন্ডিয়া জোটের মধ্যে কি এবার সমান্তরাল সমীকরণ? জোট বৈঠকে খাড়গের মন্তব্যে কি খুশি নয় তৃণমূল? জল্পনা বাড়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক বৈঠক। সকালে অখিলেশের বাড়িতে ৪০ মিনিট বৈঠক করেন অভিষেক। অখিলেশের সঙ্গে বৈঠকের পর রাঘব চাড্ডাদের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তারপর অভিষেকের বাড়িতে যান আপ সাংসদ রাঘব চাড্ডা, সঞ্জয় সিংহরা। কাউকে খুশি করে সরকার গঠন করলে সেই সরকারের স্থায়িত্ব বেশিদিন হয় না, অন্য কেউ খুশি করলে তাঁরা তাঁকে সমর্থন করবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য অখিলেশ যাদবের।
এর আগে ইন্ডিয়া বৈঠকে:
সূত্রের খবর, ইন্ডিয়া জোটের (I.N.D.I.A meet) মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কেন্দ্রের সরকার গঠনের জন্য় কোনও দাবি জানাবে না। এখনই সরকার গঠনের জন্য চেষ্টা না করে ঠিক সময়ের জন্য অপেক্ষা করা হবে- সূত্রের খবর বৈঠকে এই সিদ্ধান্তে একমত হয়েছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি।
রাহুল গাঁধী মন্তব্য করেছেন, মোদি ব্র্যান্ড শেষ, মানুষ নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে রায় দিয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা হাতে নেই বলে মত দিয়েছেন শরদ পওয়ার। সূত্রের খবর, একই কথা বলেছেন আরজেডির তেজস্বী যাদব। ইন্ডিয়া জোটকে সরকার গড়তে হলে নীতীশ-নায়ডুর সঙ্গে কথা বলা দরকার, মত শিব সেনা উদ্ধব শিবিরের সঞ্জয় রাউতের। সূত্রের খবর, অখিলেশ উল্লেখ করেছিলেন ঠিক সময়ের জন্য। তিনি জানিয়েছেন, মোদি ব্র্যান্ডকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তবে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা উচিত। ইন্ডিয়া জোটের বৈঠকে সকলের মন্তব্যের সঙ্গে একমত সনিয়া গাঁধী
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মেদিনীপুর থেকে সরানোর সিদ্ধান্ত ঠিক ছিল না প্রমাণিত: দিলীপ