ABP Cvoter Exit Poll 2022: দুই রাজ্যেই ফের মসনদে পদ্মশিবির, দিল্লিতে একচেটিয়া আপ, ইঙ্গিত সমীক্ষায়
Assembly Election Exit Poll: বিজেপি ও আপ দুই দলই জয়ের স্বাদ পেলেও কংগ্রেস কোথাও মসনদে বসতে পারবে না বলে আপাতত ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়।
![ABP Cvoter Exit Poll 2022: দুই রাজ্যেই ফের মসনদে পদ্মশিবির, দিল্লিতে একচেটিয়া আপ, ইঙ্গিত সমীক্ষায় abp c voter exit poll 2022, Gujarat assembly election, Himachal Pradesh Election, Delhi MCD Election ABP Cvoter Exit Poll 2022: দুই রাজ্যেই ফের মসনদে পদ্মশিবির, দিল্লিতে একচেটিয়া আপ, ইঙ্গিত সমীক্ষায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/05/f103e742e471b71e1f8f5ae8e86cde191670263261123385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: দুটি রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজধানীতে পুর নির্বাচন। ডিসেম্বেরের শীতে গুজরাত, হিমাচল এবং দিল্লিতে রাজনীতির পারদ অনেকটাই চড়া। সোমবার এবিপি সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা বেরিয়েছে। তাতে যা ফল দেখা যাচ্ছে, তাতে বলাই যায় শীতের শুরুতেই বসন্ত আসতে চলেছে বিজেপি ও আপের শিবিরে। কারণ বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলছে না হিমাচল প্রদেশ ও গুজরাত দুটি রাজ্যেই ফের মসনদে বসতে পারে বিজেপি। হারের মুখোমুখি হতে পারে কংগ্রেস। অন্যদিকে দিল্লি পুর নির্বাচনে বিপুল ভোটে জিততে পারে আম আদমি পার্টি, অন্তত তেমনই ইঙ্গিত মিলছে এবিপি সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায়।
গুজরাতে পদ্ম-ঝড়:
গুজরাত দীর্ঘদিন ধরেই বিজেপির অত্যন্ত শক্তিশালী ঘাঁটি। নরেন্দ্র মোদি এবং অমিত শাহের রাজ্য। প্রধানমন্ত্রী হওয়ার আগে দীর্ঘদিন ধরে সেই রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন নরেন্দ্র মোদি। সদ্য হওয়া ভোটেও সেখানে প্রচারে সময় দিয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ। বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে আসনের সংখ্যা আরও বাড়াতে পারে বিজেপি। উল্টোদিকে ওই রাজ্যে কংগ্রেস ক্রমশ ক্ষয়িষ্ণু হয়েছে। গত বিধানসভা নির্বাচনে কড়া টক্কর দিলেও, এবারের ভোটে অনেকটা জমি হারাতে পারে কংগ্রেস। এবারের ভোটে গুজরাতে লড়াই করেছে আম আদমি পার্টি। দিল্লির পরে পঞ্জাবেও বিধানসভা ভোটে জিতেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। গুজরাতে আপের প্রচারে জোর দেওয়া হয়েছে 'দিল্লি মডেল'-এর উপর। বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে কয়েকটি আসন পেতে পারে আপ, ভোটপ্রাপ্তি মোটের উপর ভালই। উল্টোদিকে আগের বারের চেয়ে কংগ্রেসের ভোট শেয়ার যেমন কমবে, তেমনই আসনও অনেকটা কমার ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা।
পাহাড়ে কড়া টক্কর:
পাহাড়ের রাজ্যে লড়াই অনেকটাই কঠিন হবে বলে ইঙ্গিত এবিপি সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায়। যদিও শেষ পর্যন্ত হিমাচল প্রদেশের মসনদ বিজেপির দখলে থাকবে বলেই ইঙ্গিত মিলছে। খুব কড়া টক্কর হলেও সামান্য ব্যবধানে জয় পেতে পারে বিজেপি। এই রাজ্যে আপ লড়াই করেছে। তবে হিমাচল থেকে তাদের খালি হাতেই ফিরতে হবে ইঙ্গিত মিলছে বুথ ফেরত সমীাক্ষায়। হিমাচলে প্রতি ৫ বছরে সরকার পরিবর্তনের ধারা রয়েছে। যদি শেষ পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ফলাফল হয় তাহলে সেই ধারা ভেঙে যেতে পারে। সেটা হলেও কংগ্রেসের ফলাফল খুব খারাপ হবে না বলেই ইঙ্গিত।
দিল্লিতে চলবে 'ঝাড়ু':
বিজেপি ধাক্কা খেতে পারে খোদ রাজধানীতে। এমনটাই ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়। বিজেপি এখানে তেমন ভাল ফল করবে না। কংগ্রেসের ঝুলিতেও খুবই সামান্য আসন যাবে ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়। দিল্লি পুরনিগমের (MCD) নির্বাচনে (Election) হইহই করে জিততে (win) চলেছে 'আম আদমি পার্টি' (AAP), অন্তত তেমনই ইঙ্গিত বুথফেরত সমীক্ষায় (Exit Polls)। ২৫০টি ওয়ার্ডের মধ্য়ে অন্তত ১৪৫টি ওয়ার্ডই ঝুলিতে পুরতে চলেছে আপ, জানান দিল বেশিরভাগ বুথফেরত সমীক্ষাই। আসন পুনর্বিন্যাসের (delimitation) পর এটিই প্রথম পুরভোট দিল্লিতে। তাতে ঝাড়ু-ঝড়ের আভাস মোটামুটি স্পষ্ট প্রায় সবকটি বুথফেরত সমীক্ষায়।
আরও পড়ুন: হিমাচলে জোর লড়াই, তবুও শেষ হাসি বিজেপিরই, ইঙ্গিত সমীক্ষায়
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)