ABP Cvoter Exit Poll Live: উত্তর থেকে দক্ষিণ, কী হতে পারে ৫ রাজ্যের ভোটের ফল? কী বলছে C voter-এর EXIT POLL?
ABP Cvoter Exit Poll 2023 Live Updates: ভোট বিশেষজ্ঞদের মতে, এই সমীক্ষা থেকে ৩ ডিসেম্বর কী হতে চলেছে, তার একটা পূর্বাভাস পাওয়া যেতে পারে।

Background
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election 2023) ফলাফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর। তার আগে, আজ, বৃহস্পতিবার বুথফেরত সমীক্ষার (ABP C Voter Exit Poll 2023) ফলাফল। ভোট বিশেষজ্ঞদের মতে, এই সমীক্ষা থেকে ৩ ডিসেম্বর কী হতে চলেছে, তার একটা পূর্বাভাস পাওয়া যেতে পারে। তবে একথাও সত্যি যে সব সময় বুথফেরত সমীক্ষার ফলাফল মেলে না। এমনকি সমীক্ষার পূর্বাভাস পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে, এমন প্রমাণও অতীত ঘাঁটলে মিলবে। কাজেই মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং মিজোরামে বাস্তবে কী হল, সে জন্য ৩ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে তার আগে, আজকের এবিপি-সি ভোটারের বুথফেরত সমীক্ষা থেকে ৩ ডিসেম্বরের ছবিটা আন্দাজ করে নেওয়ার চেষ্টা করবেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ABP Cvoter Exit Poll Live: কুর্সিতে বিজেপি না কংগ্রেস? কী বলছে C voter-এর EXIT POLL?
উত্তর থেকে দক্ষিণ, কী হতে পারে ৫ রাজ্যের ভোটের ফল? কুর্সিতে বিজেপি না কংগ্রেস? কী বলছে C voter-এর EXIT POLL?
ABP Cvoter Exit Poll 2023 Live: রাজস্থানে কংগ্রেসের জয় নিয়ে আত্মবিশ্বাসী বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গহলৌত
কংগ্রেসের জয় নিয়ে আত্মবিশ্বাসী বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। তাঁর দাবি, বুথফেরত সমীক্ষা যা-ই বলুক না কেন, বিজেপি শুধু রাজস্থানেি নয়, পাঁচ রাজ্যেই হারবে এবার।





















