UP Election 2022 Predictions: ভোটপর্ব শুরুর আগে কোন দল কোথায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশে ?
UP Election 2022 Predictions: আগামী ১০ ফেব্রুয়ারি প্রথম দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে উত্তরপ্রদেশে। রয়েছে আরও ছয় দফার ভোট...
লখনউ : শুরু হয়ে গেছে কাউন্টডাউন। কোন দল ক্ষমতা দখল করবে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ? বিজেপি (BJP) কি ধরে রাখতে পারবে ক্ষমতা ? নাকি ক্ষমতায় প্রত্যাবর্তন হতে চলেছে সমাজবাদী পার্টির ? কোথাইবা দাঁড়িয়ে কংগ্রেস ও বিএসপি ? তার আগে সিভোটার জনমত সমীক্ষায় ইঙ্গিত মিলল, ভোটারদের মনোভাবের। সেই অনুযায়ী, বিজেপির ওপরেই আস্থা রাখতে চলেছে উত্তরপ্রদেশ। তাদের লড়াই দিতে পারে সমাজবাদী পার্টি।
উত্তরপ্রদেশে যোগী আদিতন্যাথ নেতৃত্বাধীন সরকার পাঁচ বছরের মেয়াদকাল সম্পূর্ণ করছে। এবার অনুপ্রিয়া পটেলের আপনা দল ও সঞ্জয় নিশাদের নিশাদ পার্টির সঙ্গে জোট বেঁধে ভোটে লড়তে চলেছে গেরুয়া শিবির। অন্যদিকে, অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টি আরএলডি-র জয়ন্ত চৌধুরীর সঙ্গে জোট বেঁধেছে। প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্বে ঘুরে দাঁড়াতে মরিয়া কংগ্রেসও। নিজেদের ভোটব্যাঙ্ক ধরে রাখতে চাইছে বিএসপি।
এই পরিস্থিতিতে আগামী ১০ ফেব্রুয়ারি প্রথম দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে উত্তরপ্রদেশে। রয়েছে আরও ছয় দফার ভোট। প্রথম দফায় ৫৮টি বিধানসভা আসনে লড়াই হতে চলেছে। ১১টি জেলায় ছড়িয়ে রয়েছে এই আসনগুলি। এই আবহে ভোটারদের ঝোঁক বুঝতে সমীক্ষা চালায় এবিপি নিউজ ও সিভোটার।
সেই অনুযায়ী, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হতে পারে ২২৫-২৩৭টি আসনে। অর্থাৎ উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে পারে গেরুয়া শিবির। ১৩৯ থেকে ১৫১টি আসন দখল করতে পারে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। মায়বতীর বহুজন সমাজ পার্টি ১৩ থেকে ২১ এবং প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস জিততে পারে মাত্র ৪ থেকে ৮টি আসনে। ২ থেকে ৬টি আসন যেতে পারে অন্যদের ঝুলিতে।
সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপি পেতে পারে ৪১ শতাংশ ভোট। ৩৫ শতাংশ ভোট যেতে পারে সমাজবাদী পার্টির ঝুলিতে। এছাড়াও বিএসপি ১৪ শতাংশ, কংগ্রেস ৭ শতাংশ এবং অন্যরা প্রায় ৩ শতাংশ ভোট পেতে পারে।