KMC Poll 2021: খান্না হাইস্কুলের সামনে বোমাবাজির অভিযোগ, পুলিশকে ঘটনাস্থলে যেতে নির্দেশ কমিশনের
KMC Election 2021: কলকাতা পুরসভার ভোটে মোতায়েন রয়েছে সাড়ে ২৩ হাজার পুলিশ। তার মধ্যে ৫ হাজার রাজ্য পুলিশের কর্মী। তার মধ্যে ১০ জন জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসার। ডেপুটি কমিশনার থাকবেন ২৬ জন।
কলকাতা: বেলেঘাটার (Beleghata) ৩৬ নম্বর ওয়ার্ডে খান্না হাইস্কুলের (Khanna Highschool) সামনে বোমাবাজি (Bombing)। বুথের সামনে পড়ল ২টি বোমা। বাম(CPM)-কংগ্রেস(Congress), বিজেপির (BJP) বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূল প্রার্থী (TMC Candidate) শচীন সিংহর। বোমাবাজির রাজনীতিতে বিশ্বাসী নই, দাবি সিপিআই প্রার্থী মৌসুমী ঘোষের। পুলিশকে ঘটনাস্থলে যেতে নির্দেশ কমিশনের। এলাকায় রুটমার্চ পুলিশের।
কলকাতা পুরভোটে এদিন দফায় দফায় বোমাবাজির অভিযোগ ওঠে। শিয়ালদায় (Sealdah) ৩৬ নম্বর ওয়ার্ডে টাকি বয়েজ স্কুলের (Taki Boys School) সামনে দফায় দফায় উত্তেজনা। এবার শিয়ালদহ টাকি স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ। বোমাবাজিতে গুরুতর জখম হন এক ভোটার। এলাকায় ভোটারদের মধ্যে আতঙ্ক। সূত্রের খবর আহত ওই ব্যক্তিকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে হাসপাতালে।
কলকাতা পুরসভার ভোটে (Kolkata Municipality Election) মোতায়েন রয়েছে সাড়ে ২৩ হাজার পুলিশ। তার মধ্যে ৫ হাজার রাজ্য পুলিশের কর্মী। তার মধ্যে ১০ জন জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসার। ডেপুটি কমিশনার থাকবেন ২৬ জন। ৭১ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকবেন। ভোটের দিন শহরের ২০০টি জায়গায় থাকছে পুলিশ পিকেট। জলপথেও রিভার পেট্রোলিং৬ জায়গায়। RFS ও RT মোবাইল দিনে-রাতে মিলিয়ে রয়েছে ৭২টি। HRFS ৩৫টি। পাশাপাশি ১৮টি স্পেশাল মোতায়েন ক্যুইক রেসপন্স টিম। বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে বিধাননগর ও হাওড়া কমিশনারেট, বারুইপুর ও ডায়মন্ড হারবার পুলিশ জেলাকেও।
তৃণমূল (TMC) এবং কংগ্রেসের (Congress) সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হল ব্রেবোর্ন রোড (Brabourne Road)। রবিবার ভোট চলাকালীন জৈন স্কুলের (Jain School) বুথে ঢুকে কার্যত মেরে বের করে দেওয়া হল এজেন্টকে। ঘটনায় আক্রান্ত হয়েছেন ৪৫ নং ওয়ার্ডের কংগ্রেস এজেন্ট (Congress Agent)। বুথের মধ্যেই তাহাতি-মারধরের অভিযোগ ওঠে এদিন। পুলিশের সামনে মারধর-ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। কংগ্রেস এজেন্টকে ফেরে কিল, চড়, লাথি মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
ভোট চলাকালীন বুথের ভিতরে অশান্তি। বুথের বাইরে অশান্তি। বুথের মধ্যে কংগ্রেসের এজেন্টকে ফেলে মার। বুথের বাইরে ভুয়ো ভোটারের অভিযোগে তুলকালাম। কলকাতা পুরসভা ভোটে (Kolkata Municipality Election) অশান্তির কেন্দ্র হয়ে উঠল ৪৫ নম্বর ওয়ার্ড।