Assembly Election Results 2021 Live: দশ বছর পর তামিলনাড়ুতে ক্ষমতায় ডিএমকে
Assembly Election Results 2021 Live Updates: করোনাকালের মধ্যেই বাংলার পাশাপাশি ভোট হয়েছে পড়শি রাজ্য অসম, কেরল, পুদুচেরি, তামিলনাডুতে।

Background
করোনাকালের মধ্যেই বাংলার পাশাপাশি ভোট হয়েছে পড়শি রাজ্য অসমে। ২০১৬ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। অসমের মোট আসন ১২৬টি। ম্যাজিক ফিগার ৬৪। কিন্তু কী হতে পারে ভোটের ফল? আগামী পাঁচ বছরের জন্য কাদের দখলে থাকতে চলেছে, অসমের শাসনক্ষমতা?
ভারতে বর্তমানে একমাত্র বামশাসিত রাজ্য হল কেরল। করোনার মধ্যে যে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট হয়েছে, তার অন্যতম দক্ষিণ ভারতের এই রাজ্য। ১৪০ বিধানসভা আসনবিশিষ্ট কেরলে ম্যাজিক ফিগার ৭১। প্রতি ৫ বছর অন্তর একবার বাম, একবার কংগ্রেস ক্ষমতা আসে এই রাজ্যে। কিন্তু এবার কী হবে?
ভোটের ঠিক আগেই কেন্দ্রশাসিত পুদুচেরিতে আস্থা ভোটে হেরে ক্ষমতা হারিয়েছিল কংগ্রেস। বাকি চার রাজ্যের সঙ্গে বিধানসভা ভোট হয়েছে সেখানেও। পুদুচেরি বিধানসভায় মোট আসন ৩৩টি। তার মধ্যে ৩ জনকে মনোনীত করে কেন্দ্র। ভোট হয় বাকি ৩০টি আসনে। অর্থাত্ এই কেন্দ্রশাসিত অঞ্চলে ম্যাজিক ফিগার ১৬।
করোনা আবহে ভোট হয়েছে দক্ষিণের আরেক রাজ্য তামিলনাড়ুতে। জয়ললিতার অবর্তমানে তামিলনাড়ুতে মসনদ ধরে রাখার লড়াই চ্যালেঞ্জ ছিল AIADMK-র কাছে। এবার তাঁদের সঙ্গে জোট করেছে বিজেপি। তামিলনাড়ুর মোট বিধানসভা আসন ২৩৪টি। সরকার গড়তে গেলে প্রয়োজন ১১৮টি বিধানসভা আসন। এবার কি তামিলনাড়ুতে ক্ষমতা ধরে রাখতে পারবে জয়ললিতার দল? না কি, পরিবর্তন হবে দক্ষিণের এই রাজ্যে?
Election results 2021 LIVE: দশ বছর পর তামিলনাড়ুতে ক্ষমতায় ডিএমকে
দশ বছর পর তামিলনাড়ুতে ক্ষমতায় ডিএমকে। খবর সংবাদ সংস্থা IANS সূত্রে।
Assembly election results 2021: তবে কি পরিবর্তন তামিলনাড়ুতে? স্ট্যালিনকে শুভেচ্ছা রাহুলের
চূড়ান্ত ফল ঘোষণা এখনও হয়নি। তবে ট্রেন্ড বলছে পরিবর্তন হতে চলেছে এবার তামিলনাড়ুতে। আর এই আবহে এমকে স্ট্য়ালিনকে শুভেচ্ছা জানালেন রাহুল গাঁধী। তিনি বলেন, জয়ের জন্য অনেক শুভেচ্ছা। তামিলনাড়ুর মানুষ আপনার নেতৃত্বে পরিবর্তনকে প্রাধান্য দিয়েছেন।



















